Advertisement
Advertisement

এবার গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটের বলে ছড়ানোর অভিযোগ

ভোজপুরি সিনেমার পর এবার গোধরা কাণ্ডের ছবি ভাইরাল ফেসবুকে।

2002 Gujarat riots picture being recycled as 2017 Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2017 10:10 am
  • Updated:July 9, 2017 10:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটে অশান্তিতে ইন্ধন জোগাতে একের পর এক নকল ছবি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তার তীব্র নিন্দা করে নবান্ন থেকে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফেও বারবার সতর্ক করা হয়েছে, কোনও উসকানিমূলক ছবি ‘লাইক’ বা ‘শেয়ার’ করলে তার দায় সাধারণ মানুষের উপরেও বর্তায়। কিন্তু পুলিশের সেই সব সতর্কবার্তায় যে বেশ কিছু মানুষ কান দিচ্ছেন না, সে কথা ফের একবার প্রমাণিত হল।

[ভোজপুরি সিনেমার দৃশ্যকে বাদুড়িয়ার ঘটনা বলে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক]

এবার ২০০২-র গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটে অশান্তির ছবি বলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে। ‘ক্যাচ নিউজ’ নামের একটি ওয়েবসাইট দু’টি ছবিই পাশাপাশি প্রকাশ করে জানিয়েছে, বসিরহাটে অশান্তি আগুনে ঘি ঢালতে ওই ছবিগুলিকে ব্যবহার করা হচ্ছে। এই একই অভিযোগ এর আগে তুলেছেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কুমিল্লায় হিংসাত্মক ঘটনার ছবিকে বসিরহাটের বলে চালানো হচ্ছে। এমনকী, হরিয়ানার বিজেপি নেত্রী বিজেতা মালিকের বিরুদ্ধে তো একটি ভোজপুরি সিনেমার দৃশ্যকেও বাদুড়িয়ার বলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে মনগড়া নয়, সেটা গতকাল ওই ঘটনার এক ব্যক্তির গ্রেপ্তারিতেই স্পষ্ট।

Advertisement

[বিজেপি নেত্রীর কীর্তি, বসিরহাটে অশান্তি ছড়াতে হাতিয়ার ভোজপুরি সিনেমার দৃশ্য]

রাজ্য সরকারের অভিযোগ, বসিরহাটে অশান্তি ছড়াতে বেশ কয়েকটি হিন্দু ও মুসলিম সংগঠনের সাহায্য নিচ্ছে বিজেপি নেতারা। ইতিমধ্যেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। নিষিদ্ধ করা হয়েছে দু’টি হিন্দু ও মুসলিম সংগঠনকে। শনিবার মিনাক্ষী লেখির নেতৃত্বে বিজেপির এক কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বসিরহাটে যেতে দেওয়া হয়নি। মাইকেল নগরেই তাঁদের গ্রেপ্তার করা হয়। পাল্টা রাজ্য বিজেপির তরফে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানানো হয়। বিজেপির অভিযোগ, ইসলামিক সংগঠন জামাত-হুজি ও তৃণমূলের যোগসাজশেই বসিরহাটে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে।

যদিও বিজেপির এরকম প্রচেষ্টা এই প্রথম নয় বলে দাবি ‘ক্যাচ নিউজ’-এর। তাদের দাবি, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই ধুয়ো তুলে রাজ্যে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নকল ছবি ছড়িয়ে মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও অভিযোগ করেছেন, ফেসবুকের নামে ‘ফেকবুক’ চলছে। পুলিশকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কেউ নকল ছবি ছড়িয়ে অশান্তিতে ইন্ধন ছড়াতে চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

[বসিরহাটে অশান্তির নেপথ্যে কারা, জানতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement