Advertisement
Advertisement
Nandigram

শাসকদলের গড় নন্দীগ্রামেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন প্রায় ২০০ কর্মী

দলত্যাগের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসকশিবির।

200 tmc worker joined bjp in Nandigram | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 19, 2020 11:29 am
  • Updated:October 19, 2020 11:29 am  

চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রাম থেকে উত্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অনেক লড়াইয়ের সাক্ষী ওই এলাকা। এবার সেখানেই শাসকদলে ভাঙন। দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন প্রায় দু’শো কর্মী-সমর্থক। ভোটের মুখে নন্দীগ্রামের দলত্যাগের প্রভাব ভোটের ফলাফলেই স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। জেলায় জেলায় কর্মিসভায় যোগ দিচ্ছেন নেতারা। শুনছেন কর্মীদের, সাধারণ মানুষের অভার-অভিযোগের কথা। উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে টেক্কা দেওয়া। এই পরিস্থিতিতে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেরর ৫০ টি পরিবারের প্রায় ২০০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। হাতে তুলে নিলেন পদ্মশিবিরের পতাকা। ক্ষোভ উগরে দিলেন শাসকদলের বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: ‘দলে থেকে বিশ্বাসঘাতকতা করলে সহ্য করব না’, কর্মিসভা থেকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের]

দলত্যাগীদের কথায়, রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও প্রতিকার হয়নি। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু দলত্যাগীদের অভিযোগ, বা দলত্যাগ-কোনওটিকেই খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় শাসকদল। তবে ভোটের আগে শক্তিবৃদ্ধিতে আশার আলো দেখছে বিজেপি।

[আরও পড়ুন: প্রাক্তন বনাম বর্তমান, দলীয় কর্মসূচি ঘিরে ফের প্রকাশ্যে বীরভূমের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement