Advertisement
Advertisement

Breaking News

Lottery

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে খুলে গেল ভাগ্য! লটারিতে রাতারাতি কোটিপতি দুই জামাই

বীরভূমে লটারিতে কোটিটাকা জিতেছেন এক চপ বিক্রেতাও।

2 youth of birbhum win 1 crore rupees in Lottery | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2022 6:24 pm
  • Updated:June 30, 2022 6:24 pm  

নন্দন দত্ত, বীরভূম: শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ভাগ্য খুলে গেল বীরভূমের (Birbhum) দুই জামাইয়ের। ১৫০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি দুই যুবক। এদিকে ৩০ টাকার লটারি কিনে কোটি টাকা জিতলেন বীরভূমের এক চপ বিক্রেতা। অর্থাৎ একদিনের ব্যবধানে লটারিতে কোটি টাকা জিতলেন বীরভূমের ২ জন।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের বাসিন্দা সৌমেন মণ্ডল। এদিকে বীরভূমের পাইকর থানার কলহপুরের বাসিন্দা অরূপ কোনাই। দু’জনই বীরভূমের জামাই। শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা। বুধবার সকালে ৭৫ টাকা করে দিয়ে দুই জামাই মিলে একটি লটারির (Lottery) টিকিট কেনেন। তবে প্রথম পুরস্কার জিতবেন এমনটা স্বপ্নেও ভাবেননি। কিন্তু কথাতেই আছে, রাখে হরি তো মারে কে! হল ঠিক সেটাই। ফলপ্রকাশিত হলে জানা যায়, দুই জামাই যৌথভাবে পেয়েছেন এক কোটি টাকা। স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা তাঁরা। খুশির হাওয়া পরিবারে।

Advertisement

প্রদীপ দে।

[আরও পড়ুন: ‘সময়মতো ষড়যন্ত্রকারীদের নাম বলব, পর্দাফাঁস হবে’, বিস্ফোরক বগটুই কাণ্ডে ধৃত আনারুল]

এদিকে বীরভূমে দুবরাজপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরির বাসিন্দা তেলেভাজা বিক্রেতা প্রদীপ দে। প্রতিদিন রানিগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে সাতকেন্দুরী মোড়ে একটি ঠেলা গাড়ি চপ, ঘুগনি, মুড়ি বিক্রি করেন তিনি। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ একজন লটারি বিক্রেতা প্রদীপবাবুকে লটারির টিকিট দেন। কিন্তু তিনি তা নেননি। কিন্তু ঘটনাচক্রে সেই টিকিট বিক্রি হয়নি। পরে রাতে ৩০ টাকা দিয়ে সেই টিকিট কিনে নেন প্রদীপ। একঘণ্টা পরই মেলে সুখবর। প্রদীপ জানতে পারেন, ১ কোটি টাকা জিতেছেন তিনি।

এতো টাকা একসঙ্গে পেয়ে স্বভাবতই খুশির হাওয়া প্রদীপের সংসারে। প্রদীপ বলেন, “এই টাকায় বাড়ি বানাব। ব্যবসাও বাড়াব। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য খরচও করব।” অর্থ না থাকলেও স্বপ্ন দেখতেন, অবশেষে লটারির মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ হল দুবরাজপুরের তেলেভাজা বিক্রেতা প্রদীপদের।

[আরও পড়ুন: অঙ্কিতার স্কুলেই চাকরি, আদালতের নির্দেশ মেনে ববিতা সরকারকে নিয়োগপত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement