নবেন্দু ঘোষ, বসিরহাট: সোশ্যাল মিডিয়ায় নয়, এবার বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের অশ্লীল ছবি ছড়াল মেসেজিং অ্যাপে। খোদ শাসকদলের ব্লক সভাপতিকে আবার সেই ছবি হোয়াটসঅ্যাপ করল এক যুবক। বিডিও-র তৎপরতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।
[ রাজনৈতিক বিরোধের জেরে একঘরে পরিবার, বিচার চেয়ে থানার দ্বারস্থ বধূ]
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের তৃণমূল সভাপতি ইস্কেন্দার গাজী। শাসকদলের ওই নেতার দাবি, বুধবার সকালে হোয়াটসঅ্যাপে তাঁকে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের বেশ কয়েকটি অশ্লীল ছবি পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে জানান ইস্কেন্দার। পুলিশের অভিযোগ দায়ের করেন বিডিও। বিকেলে ধরা পড়ে অভিযুক্ত সরিফুল চৌধুরি ওরফে খোকা।
এবারের লোকসভা ভোটে বাংলার সিনেমার দুই জনপ্রিয় নায়িকাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন নুসরত জাহান, আর কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হচ্ছে্ন দু’জনই। বিভিন্ন কুরুচিকর পোস্টে দুই অভিনেত্রীকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। দিন কয়েক আগে নুসরত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়া অশ্লীল পোস্ট করে বিপাকে পড়ে দুই যুবক। তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাদুড়িয়ার বাসিন্দা।
[দলের প্রতি অভিমান, ভোটের মুখে গুসকরায় প্রচার বিমুখ তৃণমূলের একাংশ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.