ছবি: প্রতীকী।
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নকল লটারির টিকিট নিয়ে টাকা আনতে যাওয়াই কাল। দুই যুবককে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনার বনগাঁয়। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বনগাঁ থানার মতিগঞ্জ মোড়ে একটি লটারির দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি লটারির টিকিট হাতে দুই যুবক দোকানে যান। তাঁরা পুরস্কার জিতেছেন বলে দাবি করেন। এর পরই ব্যবসায়ী দেখেন দুজনের টিকিটের নম্বর এক। তাতেই তাঁর সন্দেহ হয়। এর পরই তাঁদের জালিয়াতি হতে ধরে ফেলেন দোকানমালিক। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে যুবকদের। খবর দেওয়া হয় পুলিশে। অভিযু্ক্তদের আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত দুই যুবক দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারণা করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। একজনের বাড়ি বারাসত, অন্যজন গুমার বাসিন্দা। অভিযোগ, এর আগেও বনগাঁর বিভিন্ন দোকানে গিয়ে এহেন ঘটনা ঘটিয়েছে তারা। তবে এবার আর পরিকল্পনা ফলপ্রসূ হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.