প্রতীকী ছবি।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বৃহস্পতিবার সন্ধ্যায় কয়লা-বালি পাচার নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কয়েকঘণ্টার মধ্যেই লোহা ও বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের (Durgapur) দুই দাপুটে তৃণমূল নেতা। এই গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছে বিরোধীরাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত রিন্টু পাঁজা ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী। বর্তমানে তিনি নিজে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি পদে রয়েছেন। অরবিন্দ নন্দী দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। দীর্ঘদিন ধরে রিন্টুর বিরুদ্ধে লোহা ও অরবিন্দের বালি পাচারের অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে কোকওভেন থানায় ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। তার পর নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায়। আজ ধৃতদের তোলা হবে আদালতে। বিরোধীদের দাবি, পুরোটাই ‘আই ওয়াশ’। ভাগ-বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ায় এই গ্রেপ্তারি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিচুতলার পুলিশকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নিচুতলার পুলিশের একাংশ সিআইএসএফের সঙ্গে হাত মিলিয়ে কয়লা-বালি পাচারের যুক্ত। তিনি বলেন, “নিচুতলার পুলিশকর্মীদের অনেকেই নানা অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক নেতা ৫ টাকা খেলে বলা হয় ৫০০ টাকা খেয়েছে! নেতারা টাকা খাওয়ার আগে তবু ভাবে। নিচুতলার কিছু কর্মী এবং পুলিশের লোক, যারা সরকারকে ভালোবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে।” এই পরিস্থিতিতে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.