রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দারমণিতে বেড়াতে গিয়ে ভয়ংকর কাণ্ড। সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেলেন ৬ পর্যটক। মৃত্যু হয়েছে ২ জনের। এক পর্যটক এখনও নিখোঁজ। তাঁর খোঁজে সমুদ্রে চলছে তল্লাশি।
বাঙালি মানেই ভ্রমণপ্রিয়। ২ দিনের ছুটি পেলেও বেড়িয়ে পড়ে ঘুরতে। বাড়ির কাছের ডেস্টিনেশন বলতে অধিকাংশের কাছেই দিঘা, মন্দারমণি। সোমবার বর্ধমান থেকে ৬ জনের একটি দল মন্দারমণি গিয়েছিল। মঙ্গলবার নামে সমুদ্রে। তখনই ঘটে বিপত্তি। সমু্দ্রে তলিয়ে যান ৬ জনই। নজরে পড়ামাত্রই শুরু হয় উদ্ধারকাজ। ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় একে একে ৫ জনকে। তড়িঘড়ি তাঁদের পাঠানো হয় হাসপাতালে। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, এখনও এক পর্যটকের হদিশ মেলেনি। তাঁর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে ডুবুরি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রসঙ্গত, দিঘা, মন্দারমণিতে স্নানে নেমে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পর্যটকরা। সেই কারণে বারবার প্রশাসনের তরফে সতর্কও করা হয়। কিন্তু তাতেও হুঁশ ফেরে না পর্যটকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.