শাহাজাদ হোসেন, ফরাক্কা: কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ স্কুল। তা না জেনে স্কুলে যাওয়াই কাল। স্কুল বন্ধ দেখে গঙ্গায় স্নান করতে নেমে ধুলিয়ানে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র। ১ জনকে উদ্ধার করা গেলেও এখনও হদিশ মেলেনি ২ জনের। এই ঘটনায় ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে।
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া দুই ছাত্রের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ (১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যান্য সব স্কুল খুললেও কাঞ্চনতলা স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ফলে ক্লাস হচ্ছে না। বিষয়টি না জেনেই এদিন রোহান, মোজাহিদ-সহ ৩ ছাত্র স্কুলে যায়। গিয়ে দেখে স্কুল বন্ধ। এরপরই তারা গঙ্গার ধারে খেলতে যায়। তখনই পাড়ে ব্যাগ রেখে নদীতে স্নান করতে নামে তিনজন।
দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও ফেরেনি তারা। এরপরই ডুবে যাওয়ার খবর চাউর হয়ে যায়। তৎক্ষণাৎ একজন মাঝির তৎপরতায় নাজিম শেখ নামে এক ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি দুজনের হদিশ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ছুটে যায় ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.