Advertisement
Advertisement
Bardhaman station

একই দিনে বর্ধমান স্টেশনে জোড়া অঘটন, জলের ট্যাঙ্ক দুর্ঘটনার পর অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট ২

তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2 stampede at Bardhaman station after water tank collapsed । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 13, 2023 4:18 pm
  • Updated:December 13, 2023 9:08 pm  

সৌরভ মাজি, বর্ধমান: জলের ট্যাঙ্ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বর্ধমান স্টেশনে অঘটন। পদপিষ্ট হয়ে জখম ২। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার গ্যালনের জলের ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে প্রাণ হারান তিনজন। মৃতেরা হলেন মফিজা খাতুন (৩৫), কান্তিকুমার বাহাদুর (১৭) এবং সোনারাম টুডু (২৭)। জখম হন অনেকেই। এই দুর্ঘটনার পরই ওই ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, তাঁকেও অভিযুক্ত করতেন’, বিদ্যুৎ মামলায় ‘ক্ষুব্ধ’ হাই কোর্ট]

বেশ কিছুক্ষণ পর ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মে শুরু হয় ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুটি ট্রেনই ওই দুটি প্ল্যাটফর্মে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই ভিড় বাড়তে থাকে। হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদপিষ্ট হন। রেল সূত্রে খবর, ২ জন পদপিষ্ট হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর স্বাভাবিকভাবেই স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তা সত্ত্বেও কেন বর্ধমান স্টেশনে নিরাপত্তা বাড়াল হল না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: আসছে মোক্ষদা একাদশী, এইদিনে এই জিনিসগুলি বাড়িতে আনা খুবই শুভ]

দেখুন ভিডিও: 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement