Advertisement
Advertisement

লক্ষ্মীপুজোর খিচুড়ি খাওয়ার পরই বীরভূমে মৃত ২, অসুস্থ বহু

প্রাথমিকভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ায় এই মৃত্যু।

2 person died in Birbhum due to food poisoning on tuesday | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 1, 2023 12:13 pm
  • Updated:November 1, 2023 12:48 pm  

নন্দন দত্ত, বীরভূম: লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2023) খিচুড়ি খাওয়ার পরই মৃত্যু ২ জনের। অসুস্থ কমপক্ষে ১৫ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের রাজনগর এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ায় এই মৃত্যু।

জানা গিয়েছে, বীরভূমের রাজনগর ছোটবাজার এলাকার মন্দিরে প্রতিবছর লক্ষ্মীপুজো হয়। এবছরও তার অন্যথা হয়নি। রবিবার পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হয়। রবিবার ছোটবাজার ও মালিপাড়া এলাকার লোকদের ডাকা হয়েছিল মন্দির পরিষ্কারের জন্য। মঙ্গলবার মন্দির সাফাই করতে গিয়ে তাঁরা আগেরদিনের থাকা খিচুড়ি খান। সূত্রের খবর, এর পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ১৫ জন।

Advertisement

[আরও পড়ুন: এবার শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কাকলির, ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি]

অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় অসুস্থ অবস্থায় সকলকে ভরতি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। একজনের নাম সাধু বাগদি, বয়স ৫৫ বছর। অন্যজন পাবর্তী বাগদি, পাঁচবছর বয়স। বাকিদের চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: ‘টাটা সিঙ্গুর ছাড়ার দায় মমতার নয়’, সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মাস্টারমশাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement