Advertisement
Advertisement
Bangaon

বৃষ্টি থামার পর ফুল তুলতে যাওয়াই কাল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

2 people electrocuted to death in Bongaon | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 2, 2023 11:32 am
  • Updated:August 2, 2023 11:32 am  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সকালে বৃষ্টি কমতেই ফুল তুলতে যাওয়াই কাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক ঘটনার সাক্ষী বনগাঁর বাগদার সিন্দ্রানী। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মৃতদের নাম সমীরচন্দ্র দাস ও বিকাশ দাস। সম্পর্কে দুজনে বাবা-ছেলে। থাকতেন বনগাঁর বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা এলাকায়। ছেলে বিকাশের বাজারে বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে। প্রতিবেশী সূত্রে খবর, প্রতিদিন সকালেই ফুল তুলতে বের হতেন তিনি। এদিনও তার অন্যথা হয়নি। বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েন। বেরিয়ে রাস্তার পাশে একটি ছোট গাছের ডাল পড়ে থাকতে দেখেন তিনি। সেটা তুলতেই বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন: ৯ মাস অন্তঃসত্ত্বা সেজে চক্রের ‘সেফ হাউজে’ ক্রেতা মা অভিনয়! শিশু পাচার কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

ডালটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সমীরবাবু। চিৎকার শুরু করেন তিনি। আর্তনাদ শুনেই বাবাকে ছাড়াতে যান বিকাশ। বাবাকে ধরতেই বিকাশও বিদ্যুৎস্পষ্ট হন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাঁদেরকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। 

[আরও পড়ুন: প্রতারণার অভিযোগে বিদ্ধ নুসরত, সাংবাদিক বৈঠকে মুখ খুলবেন অভিনেত্রী-সাংসদ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement