Advertisement
Advertisement
নদিয়া

বোনঝিকে অপহরণ করে পানশালায় নাচগান করানোর ছক, পুলিশের জালে কিশোরীর মাসি

১৬ আগষ্ট থেকে নিখোঁজ ছিল ওই দুই কিশোরী।

2 Nadia girls resuced from bihar, three accused arrested

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 20, 2019 9:14 pm
  • Updated:August 20, 2019 9:44 pm

পলাশ পাত্র, তেহট্ট: দুই কিশোরীকে অপহরণের ঘটনায় উত্তেজেনা ছড়াল নদিয়ার তেহট্ট এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে অপহৃত এক কিশোরীর মাসি-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ। সোমবার রাতে বিহার থেকে উদ্ধার করা হয়েছে ওই দুই কিশোরীকে।

[আরও পড়ুন:ভিডিও কল করে মহিলা কর্মচারীকে অশালীন প্রস্তাব, দোকান ভাঙচুর নিগৃহীতার পরিবারের]

অপহৃত দুই কিশোরী নদিয়ার তেহট্টের বাসিন্দা। একজন অষ্টম শ্রেণির পড়ুয়া, অন্যজন নবম শ্রেণির। জানা গিয়েছে, ১৬ আগষ্ট সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই দুই পড়ুয়া। এরপর সন্ধে হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি তারা। এরপরই এলাকায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরের দিনও তাদের হদিশ না মেলায় ১৭ আগষ্ট দুই পরিবারের তরফে তেহট্ট থানায় অপহরণের অভিযোগ করা হয়। এরপরই তদন্ত শুরু করে তেহট্ট থানার পুলিশ। অপহৃত কিশোরীদের সঙ্গে থাকা মোবাইল নম্বর ট্র্যাক করে বিহারে তারা রয়েছে বলে জানতে পারে তদন্তকারীরা। এরপর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তেহট্ট থানার পুলিশ।

Advertisement

সোমবার মোবাইলের টাওয়ার লোকেশানের ভিত্তিতে কিশোরীদের পরিবারকে সঙ্গে নিয়ে বিহারের মাঝুরিয়ায় হাজির হন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই ২ নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পূজা মণ্ডল নামে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঘটনায় জড়িত সন্দেহে তেহট্ট থেকেই অনিমা সরকার ও রঞ্জিত মণ্ডল নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।  ধৃত অপহৃত এক কিশোরীর মাসি। পুলিশ সূত্রে খবর, পানশালায় গান ও নাচ করিয়ে অর্থ উপার্জনের লোভেই এই কাণ্ড ঘটায় অভিযুক্তরা। এর আগে অভিযুক্তরা এহেন কোনও ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন:‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে বিক্ষোভের মুখে গৌতম দেব, মেজাজ হারালেন মন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement