রঞ্জন মহাপাত্র, কাঁথি: খেজুরিতে বিজেপির (BJP) কর্মসূচি চলাকালীন গ্রেপ্তার দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। এর পিছনে রাজনৈতিক যোগ রয়েছে বলেই অভিযোগ। তৃণমূলের দাবি, রাজনৈতিক কর্মসূচির নামে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এলাকায় দাপাদাপি করছিল বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
একুশে জুলাই রাজ্যের শাসকদলের মেগা ইভেন্ট ছিল ধর্মতলায়। সেদিনই জেলায়-জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ব্লকে কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। সেই কর্মসূচির নামে বিজেপি বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করেছিল বলে খবর। বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন জমায়েত থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের খেজুরি থানার শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও একটি বিনা নম্বর প্লেটের বাইক বাজেয়াপ্ত করেছে। তাঁদের কাঁথি আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম সহদেব দাস ও চন্দন কলা। প্রথমজন নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর এবং পরের জন খেজুরি শেরখান চক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুজনই বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। খেজুরির ব্লক তৃণমূল সভাপতি শ্যামলকুমার মিশ্রের অভিযোগ, বিজেপি কর্মসূচির নামে বাইরের দুষ্কৃতীদের জড়ো করেছিল। এলাকায় দাপাদাপি করছিল তারা। পুলিশ খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “তৃণমূল এখন সবেতে বিজেপি ভূত দেখছে। সবেতেই বিজেপিকে জড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। আর তৃণমূলকে মদত করছে মমতার পুলিশ।”
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। একাধিক তৃণমূল নেতা-কর্মীদের মারধর, বাড়িছাড়া করার অভিযোগও রয়েছে। এর মধ্যেই গেরুয়া শিবিরের জমায়েত থেকে দুই দুষ্কৃতীর গ্রেপ্তারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.