বাবলু হক, মালদহ: তৃণমূল কাউন্সিলর নেতা খুনে আতঙ্ক ছড়িয়েছে মালদহে। একাধিক ব্যক্তিকে ওই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার দিন কয়েকের মধ্যেই এবার জেলার কালিয়াচকে বোমা বিস্ফোরণ হল। বল ভেবে খেলতে গিয়ে ওই বোমা ফেটে জখম হল দুই নাবালক।
হাড়হিম করা মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মালদহের কালিয়াচক থানার আলিপুর ২ নম্বর অঞ্চলের শেরশাহী লক্ষ্মীপুর এলাকায়। জখম দুই নাবালকের নাম আবাদিল খান ও সায়েম খান। সেখানকার সিসিটিভি ফুটেজে ওই ভয়াবহ ঘটনার দৃশ্য দেখা গিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার ধার দিয়ে নয় ও সাত বছরের দুই নাবালক একটি সাইকেল নিয়ে যাচ্ছিল। রাস্তার ধারেই তারা একটু থামে। একজন বল ভেবে গোলাকার কিছু একটা হাতে তুলে নেয়। সাত-পাঁচ কিছু না ভেবে সে হাতের তালুতে ধরা জিনিসটিকে মাটিতে ফেলে।
মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ভরে যায় আশপাশ। বল ভেবে যে তারা বোমা হাতে তুলে নিয়েছিল, তা বুঝতে আর বাকি ছিল না। নাবালক দুটির অদূরেই এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনিও সেই বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমা ফেটে তারা দুজনেই জখম হয়েছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে ওই দুই নাবালককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁরা সেখানেই এখন চিকিৎসাধীন।
কিন্তু এভাবে লোকালয়ের রাস্তায় বোমা এল কীভাবে? তাহলে কি ওই এলাকাতেও দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে? কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই জায়গা ঘিরে রেখে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। আশপাশে আর কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.