Advertisement
Advertisement

Breaking News

Malda

ফেরা হল না বাড়ি, পেটের তাগিয়ে ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদহের দুই শ্রমিকের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

2 migrant labour of Malda Died in Maharashtra and Lucknow | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2023 8:01 pm
  • Updated:November 21, 2023 8:01 pm  

বাবুল হক, মালদহ: ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু মালদহের দুই পরিযায়ী শ্রমিকের। একজনের নাম শেখ মোস্তাকিম। তিনি ইংরেজবাজারের বাসিন্দা। অপরজন তৈমুর শেখ। তিনি গাজোলের বাসিন্দা। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, শেখ মোস্তাকিম মালদহের ইংরেজবাজারের শোভনগরের খুদ্দিবাড়ির বাসিন্দা। বয়স ৫৩ বছর। ২২ দিন আগে শ্রমিকের কাজে মহারাষ্ট্রে গিয়েছিলেন তিনি। দিন তিনেক আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন মোস্তাকিন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার সকালে গ্রামে এসে পৌঁছেছে দেহ।

Advertisement

[আরও পড়ুন: বোনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় নাবালককে খুন! কালনা হত্যাকাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য]

এ দিকে মালদহের গাজোলের বাসিন্দা তৈমুর শেখ। কিছুদিন আগে টাওয়ারের কাজে লখনউয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখ থেকে একটি টাওয়ারের উপর কাজ করছিলেন তাঁরা। আচমকা সেখান থেকে পড়ে যান। স্বাভাবিকভাবেই প্রবল চোট পান। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুন: বিজেপি সাংসদের জিভ ছিঁড়ে নেওয়ার নিদান! উদয়নের পর বেফাঁস আরও এক TMC বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement