কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: আলুর বরাদ্দ বাড়ানো হল মিড ডে মিলে (Mid Day Meal)। এখন থেকে দু’কিলো করে আলু (Potato) পাবেন রাজ্যের উপভোক্তারা। সোমবার মিড ডে মিল প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টরের দপ্তর নির্দেশিকা জারি করে এ তথ্য জানিয়েছে। পাশাপাশি পূর্বের নির্দেশিকাতে সোয়াবিন দেওয়ার কথা জানানো হয়েছিল। নতুন নির্দেশিকাতে দেখা গিয়েছে বাদ পরেছে সোয়াবিন।
নয়া নির্দেশিকাতে দেখা গিয়েছে, দু’কিলো আলুর সঙ্গে চাল দু’কেজি, চিনি ও ডাল ২৫০ গ্রাম করে এবং একটি করে সাবান দেওয়া হবে ছাত্রছাত্রীদের। করোনার সময় বারবার হাত ধোওয়ার জন্য আগে থেকেই সাবান দেওয়া হচ্ছে। আগস্ট মাসেও পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে এসে মিড-ডে মিল নিয়ে যাবেন। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, সামনের মাসও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকার ইঙ্গিত মিলছে।
সেই সঙ্গে তিনি আরও বলেন ছাত্র প্রতি বরাদ্দ মাসে প্রাথমিকে ৯৯.৪০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১৪৯ টাকা। তথাপি আগস্ট মাসে ব্যয় মাত্র ৭৮ টাকা। ছাত্রদের স্বাস্থ্যের স্বার্থে বরাদ্দের সম্পূর্ণটাই ব্যয় করবার পাশাপাশি করোনা অতিমারী পরিস্থিতিতে প্রতিদিন দু’বেলার হিসেবে ডিম-সহ পুষ্টিকর খাদ্য সরবরাহ করবার দাবি করেছে সমিতি। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গরাইয়ের বক্তব্য, রাজ্য সরকারের ঘোষণা অনুসারে মিড-ডে মিলে ২ কেজি আলু বিতরণ অত্যন্ত প্রশংসনীয় সিদ্ধান্ত। কিন্তু ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য সোয়াবিন বাদ দেওয়া ঠিক হয়নি। আগস্ট মাস থেকে ৫০০ গ্রাম সোয়াবিন ও ১০ টি করে ডিম বিতরণ করা হোক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.