Advertisement
Advertisement

Breaking News

সারোগেসি

প্রেমিককে ভুল বুঝিয়ে গর্ভপাত! একই সঙ্গে তিনজনের সঙ্গে প্রতারণা ‘সারোগেট’ মা কাশ্মীরার

বেআইনি গর্ভপাতের কারণে ২ চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

2 doctor arrested for surrogacy fraud case in Diamond harbour
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 7, 2020 12:28 pm
  • Updated:March 7, 2020 12:28 pm  

অর্ণব আইচ: সারোগেসির নামে প্রতারণার ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। ধৃত কাশ্মীরা বিবির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার প্রেমিককে গ্রেপ্তারের পরই জট খোলে রহস্যের। তদন্তকারীরা জানান, পরিকল্পনামাফিক প্রেমিকের সহযোগিতায় গর্ভপাত করে কাশ্মীরা। এরপর পুলিশের হাত থেকে বাঁচতেই এলাকা ছাড়ে সে।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। নিউ আলিপুরের ব্যবসায়ী পরিবারের এক দম্পতি সন্তান লাভের আশায় চিকিৎসকের পরামর্শে সারোগেট মাদারকে ৬ লক্ষ টাকা দেন। ৬ মাস পর আচমকাই ওই দম্পতির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ওই সারোগেট মা কাশ্মীরা বিবি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই দম্পতি। তদন্ত শুরুর কয়েকদিনের মাথায় গ্রেপ্তার করা হয় সারোগেট মাদার কাশ্মীরা বিবিকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের শুরুতে সন্তান সম্পর্কে মুখ খোলেনি অভিযুক্ত। এরপর গর্ভপাতের গল্প ফাঁদে সে। জানায়, গর্ভধারণের ৬ মাসের মধ্যেই গর্ভপাত হয়ে যায়। সেই সময় তাঁর বাড়িতে কেউ না থাকায়, সে কাউকে জানাতে পারেনি। একাই নদীর জলে গিয়ে ভ্রুণটিকে ফেলে দিয়ে আসে। এতেই সন্দেহ বাড়তে থাকে তদন্তকারীদের।

Advertisement

[আরও পড়ুন: অশালীন ভাষায় ‘চাঁদ উঠেছিল গগনে’ গাইল ছাত্রীরা, রবীন্দ্রভারতীর পর বিতর্কে মালদহের স্কুল]

লাগাতার জেরায় অবশেষে প্রেমিকের কথা জানায় কাশ্মীরা। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তার থেকেই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে। জানা গিয়েছে, টাকা নেওয়ার পর ৬ মাসের মাথায় কাশ্মীরা তার প্রেমিককে জানায় গর্ভধারনের কথা। সেইসঙ্গে অসুখী দাম্পত্যজীবনের গল্প বলে গর্ভপাতের ইচ্ছেও প্রকাশ করে কাশ্মীরা। এরপর প্রেমিকই যোগাযোগ করে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে।

nursing-home-2

সেখানেই গর্ভপাতের পর গা ঢাকা দেয় অভিযুক্ত তরুণী। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর ডায়মন্ড হারবারের দুটি নার্সিংহোমে তল্লাশি চালায় পুলিশ।

nursing-home

সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ চিকিৎসককে। সেইসঙ্গে সিল করে দেওয়া হয়েছে নার্সিংহোম দু’টিও।

[আরও পড়ুন: আতঙ্কের নাম করোনা ভাইরাস, বসন্তোৎসব বাতিল করে বেরঙিন বিশ্বভারতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement