Advertisement
Advertisement

Breaking News

Diamond Harbour Accident

মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫

নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে মিনিবাসটি।

2 died in Mini Bus and Auto clash in Diamond Harbour | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 22, 2023 7:05 pm
  • Updated:August 22, 2023 7:05 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায়। মিনিবাস ও অটোর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জে কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাযটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় হটুগঞ্জ ডাক্তারের মোড়ের উত্তর বেরান্দলির বাসিন্দা প্রতাপ ময়রা (৩০) ও আরও একজনের। মৃত অন্যজনের পরিচয় এখনও মেলেনি। আহত যাত্রীরা হলেন অনিমেষ মণ্ডল, বাপি হালদার, সৃজন মণ্ডল, আবু সিদ্দিক শেখ ও অজ্ঞাতপরিচয় আরও একজন। তাঁদের প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় পরে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইমাম-মোয়াজ্জেমদের কেন ভাতা দেওয়া হয়? পুজো মিটিংয়ে ব্যাখ্যা দিলেন মমতা]

মৃত ও আহতরা সকলেই অটোর যাত্রী বলে জানা গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত যাত্রীরা জানান, কাজ সেরে এদিন বিকেলে ডায়মন্ড হারবার-রায়দিঘি রুটের অটোয় চড়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। বেশিরভাগই হটুগঞ্জের বেরান্দলি গ্রামের বাসিন্দা। কানপুরের কাছে উলটোদিক থেকে এম -১০ রুটের একটি মিনিবাস ডায়মন্ড হারবারের দিকে আসছিল। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের অটোয় ধাক্কা মারে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেরান্দলি গ্রামজুড়ে শোকের ছায়া।

[আরও পড়ুন: ফের বাড়ল পুজোর অনুদান, বিদ্যুতের বিলেও বড় ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement