সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায়। মিনিবাস ও অটোর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জে কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাযটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় হটুগঞ্জ ডাক্তারের মোড়ের উত্তর বেরান্দলির বাসিন্দা প্রতাপ ময়রা (৩০) ও আরও একজনের। মৃত অন্যজনের পরিচয় এখনও মেলেনি। আহত যাত্রীরা হলেন অনিমেষ মণ্ডল, বাপি হালদার, সৃজন মণ্ডল, আবু সিদ্দিক শেখ ও অজ্ঞাতপরিচয় আরও একজন। তাঁদের প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় পরে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মৃত ও আহতরা সকলেই অটোর যাত্রী বলে জানা গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত যাত্রীরা জানান, কাজ সেরে এদিন বিকেলে ডায়মন্ড হারবার-রায়দিঘি রুটের অটোয় চড়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। বেশিরভাগই হটুগঞ্জের বেরান্দলি গ্রামের বাসিন্দা। কানপুরের কাছে উলটোদিক থেকে এম -১০ রুটের একটি মিনিবাস ডায়মন্ড হারবারের দিকে আসছিল। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের অটোয় ধাক্কা মারে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেরান্দলি গ্রামজুড়ে শোকের ছায়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.