Advertisement
Advertisement

Breaking News

BJP

ব্যাগে ৪০ রাউন্ড গুলি, পিস্তল! হাবড়ায় গ্রেপ্তার বিজেপির দুই পরাজিত প্রার্থী

অভিযোগ, তৃণমূল ষড়যন্ত্র করে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

2 defeated BJP candidate arrested in Habra for allegedly fire arms smuggling | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 23, 2023 3:42 pm
  • Updated:July 23, 2023 3:46 pm  

অর্ণব দাস, বারাসত: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার বিজেপির (BJP) দুই পরাজিত প্রার্থী। শনিবার রাতে বাইকে চেপে ব্যাগ ভরতি আগ্নেয়াস্ত্র পাচারে বেরিয়ে হাতেনাতে গ্রেপ্তার দুই যুবক। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূল ষড়যন্ত্র করে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম বাসুদেব চক্রবর্তী (৪১), বিক্রম ঠাকুর (২৬)। দুজনই অশোকনগর থানার অন্তর্গত সেনডাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার রাতে বাইকে চেপে প্রায় ৪০ রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় আসেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর ফাঁড়ির পুলিশ ওই দুজনকে আটক করে। অভিযুক্তদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি এবং ১৫টি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে বলে খবর। সূত্রের খবর, দুজনেই নাকি পুলিশি জেরার মুখে টাকার বিনিময়ে গুলি বিক্রির কথা স্বীকার করে নিয়েছে। ধৃতদের রবিবার বারাসত আদালতে তোলা হয়।

Advertisement

[আরও পড়ুন: ২৩-২৯ জুলাইয়ের Horoscope: সুখবর পেতে পারেন মেষ রাশির জাতকরা, সপ্তাহটি কেমন কাটবে আপনার?]

প্রসঙ্গত, ধৃত বাসুদেব চক্রবর্তী হাবড়া ২ নম্বর ব্লকের ৫ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ছিলেন। আর বিক্রম ঠাকুর ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩২ নম্বর বুথের গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন। যদিও দুজনেই পরাজিত হয়েছেন। বিজেপির বারাসত সাংগাঠনিক জেলার সভাপতি তাপস মিত্রর অভিযোগ, “পঞ্চায়েত ভোটে সেনডাঙ্গা এলাকায় বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের। সেই কারণেই প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়েছে। বাসুদেবের নিরাপত্তা সংস্থা রয়েছে। তাঁর কাছে বন্দুক, গুলি রাখার অনুমতি রয়েছে। লাইসেন্স আছে। বিজেপিকে কালিমালিপ্ত করতে তৃণমূল এসব করাচ্ছে। বিক্রমকে ফাঁসানো হয়েছে।” যদিও রাজ্যের শাসকদলের তরফে অভিযোগ উড়িয়ে দাবি, আইন আইনের পথে চলবে।

[আরও পড়ুন: মিটারে নয়, এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement