ক্ষতিগ্রস্ত দোকান ও বাইক।
ধীমান রায়, কাটোয়া: উৎসবের রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরায়। চারচাকা গাড়ির বেপরোয়া গতির বলি ২। আহত ৫। আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়দিনের রাত ৯টা নাগাদ গুসকরা মানকর রোডে ধারাপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। গুসকরার দিকে আসা একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে ছুটছিল। এরপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধারাপাড়ায় রাস্তার ধারে একটি মুদিখানায় ধাক্কা মারে। দোকানটি ভাঙার পর এক পথচারী ও বাইক এবং সাইকেলে ধাক্কা দেয়। তারপর চারচাকা গাড়িটি উলটে যায়। ঘাতক গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাতজনকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কালীপ্রসাদ পাল ও শ্রীমন্ত দাস। শ্রীমন্তের বাড়ি গুসকরা এলাকার বাসিন্দা। কালীপ্রসাদ বাড়ি ভেদিয়ায় বলে জানা গিয়েছে। গুরুতর আহত তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুজনের চিকিৎসা চলছে গুসকরা হাসপাতালে। ঘটনায় শহরের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.