Advertisement
Advertisement

Breaking News

Purbasthali

পূর্বস্থলীতে একই দিনে দুই ভাইয়ের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? বাড়ছে রহস্য

তদন্তে নেমেছে পুলিশ।

2 bodies recovered at Purbasthali

পূর্বস্থলীতে মৃত দুই ভাই। নিজস্ব চিক্র।

Published by: Paramita Paul
  • Posted:February 22, 2024 12:13 pm
  • Updated:February 22, 2024 4:30 pm  

অভিষেক চৌধুরী,কালনা: একই দিনে দুই আলাদা জায়গা থেকে দুই ভাইয়ের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। খুন না আত্মহত্যা, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভাস ঘোষ(৩২) এবং প্রভাস ঘোষ(৩০) দুই ভাই। বাড়ি পূর্বস্থলী থানার পাটুলি হালদারপাড়ায়। দুই ভাই চাষবাসের সঙ্গে যুক্ত ছিল। একই দিনে দুজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। দেহ দুটি ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরে যাওয়ায় ‘বন্ধুপুত্র’ রাহুল গান্ধীর ঢিল! ইঙ্গিতপূর্ণ টুইট অমিতাভের, পালটা পাটকেল?]

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রভাস ও বিভাস দুই ভাই একই বাড়িতে থাকেন। বিভাস বিবাহিত হলেও প্রভাস অবিবাহিত। মা, বাবা,দাদা,বউদি, ছোট্ট ভাইঝিকে নিয়ে প্রভাসের সুখের সংসার। বুধবার সকালে বাড়ি থেকে মাঠের কাজ-সহ বিভিন্ন কাজে দুই ভাই বেরিয়ে যায়। প্রভাস দুপুরের দিকে বাড়িতে এসে ভাতও খেয়ে যান। অন্যদিকে মাঠে থাকা বিভাসকে বাড়ি থেকে ভাত মাঠেই দিয়ে আসা হয়। সন্ধ্যা হলেও তাঁরা বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এর পর তাদের খোঁজ চালাতেই রাত ৮টা নাগাদ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি আশ্রমের পাশে থাকা আমবাগানের গাছে প্রভাসকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তার ঘন্টাখানেক পরে বিভাসকে বাড়ি থেকে একেবারে উলটোদিকে প্রায় দু কিলোমিটার দূরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখানে তাঁর একটি সাইকেল উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।

কী কারণে এমন ঘটনা ঘটল সেই বিষয়ে পরিবারের লোকজন এখনও কিছুই বুঝে উঠতে পারছে না। তাঁদের দাবি, বাড়িতে কোনও অশান্তি ছিল না। দুই ভাইয়ের মধ্যে ভালও সম্পর্কও ছিল। এছাড়াও স্থানীয়রা জানান, দুই ভাই খুবই নিরীহ প্রকৃতির। সকলের সঙ্গে সুসম্পর্কও ছিল। যদিও এটা আত্মহত্যা না খুন, অস্বাভাবিক মৃত্যুর এর নেপথ্য কোন রহস্য লুকিয়ে রয়েছে পুলিশ তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে।

 

[আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি প্রভাত রায়, হল ডায়ালিসিসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement