Advertisement
Advertisement
সিগারেটের ছ্যাঁকা

বিজেপি কর্মীকে সিগারেটের ছ্যাঁকা-মারধর, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে

কোনও রাজনৈতিক সংঘর্ষ হয়নি, সাফাই তৃণমূল কাউন্সিলরের৷

2 BJP workers in Bongaon have been attacked by TMC
Published by: Sucheta Sengupta
  • Posted:April 16, 2019 3:31 pm
  • Updated:April 16, 2019 3:31 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভোটের মুখে বনগাঁয় আক্রান্ত বিজেপি কর্মী, সমর্থক৷ অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে৷ সোমবার গভীর রাতে ২ বিজেপি কর্মীকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে৷ বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলরের পালটা দাবি, ঘটনায় কোনও রাজনৈতিক রং নেই৷ মারধরের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি৷

bonga-bjp-n

Advertisement

সোমবার বনগাঁ পুরসভার ২১ নং ওয়ার্ড এলাকার ঢাকাপাড়া লালপোলে বাসন্তী পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল৷ ওই পাড়াতেই বাড়ি তৃণমূল কাউন্সিলর সুমতি পোদ্দারের৷ অনুষ্ঠানের পর বন্ধুবান্ধবীদের নিয়ে লালপোল এলাকার এক জায়গায় বসে গল্পগুজব করছিলেন বিজেপি কর্মী নীতীশ বিশ্বাস এবং রনি বারুই৷ তখন রাত প্রায় সাড়ে ১২টা৷ অভিযোগ, এমন সময়েই ২১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমতি পোদ্দারের ছেলে মোহন তার দলবল নিয়ে চড়াও হয় নীতীশদের উপর৷ তাঁদের বাড়ির সামনেই আসর জমানো হয়েছে বলে সেখান থেকে চলে যেতে বলা হয়৷ তাতে রনি এবং নীতীশ প্রতিবাদ করলেই শুরু হয় হামলা।

[ আরও পড়ুন: ‘জনগণের দরকার, নতুন সরকার’, দিল্লিতে বদলের ডাক মুখ্যমন্ত্রীর]

অভিযোগ, মোহন পোদ্দার প্রথমে তাঁদের বিজেপি কর্মী হওয়ার জন্য শাসিয়েছেন৷ তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, ‘এলাকায় থেকে বিজেপি করছিস? থাকতে দেব না৷’ এরপর নীতীশের হাতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় এবং মোহনের দলবল তাঁদের বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ৷ ঘাড়ে, পিঠে, হাতে ব্যাপক চোট পান নীতীশ, রনি৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই খবর পৌঁছায় বনগাঁ থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ নীতীশদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল৷

[ আরও পড়ুন: নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, অর্জুনের মিছিলেও বাজল বাবুলের বিতর্কিত গান]

সোমবারের রাতের ঘটনা নিয়ে যথারীতি এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ উত্তর ২৪ পরগনার বিজেপি সহ-সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেছেন, ‘ওই যুবকরা এলাকায় বিজেপি করছে৷ সেই কারণেই তাদের উপর হামলা করেছে তৃণমূল৷’ তিনি সরাসরি তৃণমূল কাউন্সিলর সুমতি পোদ্দারের ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন৷ অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমতি এই দাবি উড়িয়ে বলেছেন, ‘এটি কোনও রাজনৈতিক বিষয় নয়৷ কাউকে মারধরও করা হয়নি৷ আমার বাড়ির সামনে ওরা জটলা করেছিল৷ তাই সরে যেতে বলা হয়েছে৷’ তাঁর আরও অভিযোগ, ভোটের মুখে এভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement