Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ঘিরে ধুন্ধুমার, ধৃত ২ বিজেপি কর্মী

বাগদায় উত্তেজনা।

2 BJP Supporter held in Bagdah
Published by: Subhamay Mandal
  • Posted:November 6, 2018 7:49 pm
  • Updated:November 6, 2018 7:49 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল ধুন্ধুমার কাণ্ড৷ ঘটনাটি ঘটে সোমবার সন্ধা ৭টা নাগাদ বাগদা থানার সিন্দ্রাণী বাজার এলাকায় বাগদা-দত্তফুলিয়া সড়কে৷ রাতে থানায় স্থানীয় তৃণমূলের পক্ষ লিখিত অভিযোগ করলে দু’জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের নাম অভিষেক বিশ্বাস ও জীবন দে। তাদের বাড়ি সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধেবেলায় সিন্দ্রাণী বাজারে বিজেপি সমর্থকেরা মিছিল করে আসে। সিন্দ্রানী তিনমাথার মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা শুরু করে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷

[দুর্গাপুজোর পর এবার চন্দননগরে জগদ্ধাত্রী কার্নিভাল]

Advertisement

স্থানীয় এক তৃণমূল নেতার অভিযোগ, তাদের কয়েকজন স্থানীয় সমর্থক এই ঘটনার কারণ জানতে চাইলে শুরু হয় মারামারি ও ধস্তাধস্তি। পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় পৌছে অবস্থা নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনার জখম এক জন তৃণমূল সমর্থককে বাগদা হাসপাতালে ভর্তি করা হয়৷ বাগদা ক্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত অনেক বছর ধরে তৃণমূলের দখলে ছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে৷ তারপর থেকেই এই এলাকায় রয়েছে রাজনৈতিক উত্তেজনা। ছোটখাট বিষয় নিয়েও মাঝেমধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ছে দুই দলের কর্মী-সমর্থকরা৷ বাগদা ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি পরিতোষ সাহা বলেন, “হঠাৎ করে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করছে তাই আমাদের কয়েকজন সমর্থক বিষয়টা জানতে চাইলে বিজেপির লোকেরা আমাদের ছেলেদের ধরে মারধর করে৷ একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা৷ ধৃত দুজনকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement