Advertisement
Advertisement
2 BJP leaders dies in accident, party alleges conspiracy

বাইক ও ডাম্পারের ধাক্কায় ২ বিজেপি নেতার মৃত্যু, নিছক দুর্ঘটনা মানতে নারাজ পদ্মশিবির

আসানসোলের বারাবনিতে তীব্র চাঞ্চল্য।

2 BJP leaders dies in accident, party alleges conspiracy । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 10, 2023 10:52 am
  • Updated:April 10, 2023 11:03 am  

শেখর চন্দ, আসানসোল: পথ দুর্ঘটনায় মৃত্যু নাকি পরিকল্পনামাফিক খুন? আসানসোলের বারাবনিতে দুই বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মোটর বাইক এবং ডাম্পারের ধাক্কায় প্রাণ গিয়েছে তাঁদের। যদিও সেকথা মানতে নারাজ বিরোধী পদ্মশিবির। পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষ সংগঠকদের খুন করা হয়েছে বলেই দাবি তাদের।

রবিবার রাতে বাবলু সিং এবং মহেন্দ্র সিং নামে ওই দুই বিজেপি নেতা বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা বারাবনির দাসকেয়ারির বাসিন্দা। আসানসোলের বারাবনি থানার আমডিহা পেট্রল পাম্পের কাছে ডাম্পারের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। দুই বিজেপি নেতাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব।

Advertisement

[আরও পড়ুন: উধাও সিসি ক্যামেরা, ফুটেজের অভাবে রাজু ঝা খুনের সপ্তাহখানেক পরেও তদন্ত গতিহীন]

বারাবনির মতো রাজনৈতিক উত্তপ্ত এলাকায় দুই বিজেপি নেতার মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। পদ্মশিবিরের দাবি, মৃত্যুর নেপথ্যে দুর্ঘটনা নয়। ষড়যন্ত্র রয়েছে। সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবিতেও সরব বিজেপি।

[আরও পড়ুন: রাতের কলকাতায় বেপরোয়া SUV’র তাণ্ডব, প্রাণ গেল অন্তত ৫ জনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement