Advertisement
Advertisement

Breaking News

Assam

অসম থেকে চিনে পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে ১১ কোটির হাতির দাঁত-সহ গ্রেপ্তার ২

ধৃতদের বাড়ি অসমে।

2 arrested while smuggling ivory worth 11 crore | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 10, 2023 4:32 pm
  • Updated:December 10, 2023 4:32 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পরিকল্পনা ছিল অসমের কাজিরাঙা অভয়ারণ্য থেকে উত্তরপ্রদেশ, নেপাল হয়ে চিনে পাচারের। তবে তার আগেই হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

জানা গিয়েছে, অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা রাজধানী এক্সপ্রেসের বি-৪ কামরা থেকে শনিবার রাতে ২ জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, অসম থেকে দাঁতগুলো বেনারস, নেপাল হয়ে চিনে প্রবেশ করার কথা ছিল। তার আগেই শিলিগুড়ি স্টেশন দুজনকে ধরে ফেলেন গোয়েন্দারা।

Advertisement

[আরও পড়ুন: জমির পাট্টা, মাসিক ভাতা, বাড়ির তৈরির টাকা, উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা]

রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার তাদের ফের তাঁদের আদালতে তোলা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোলেমান খান, রতন গোয়ালা। তাঁদের দুজনের বাড়ি অসমের হজাই জেলায়। উদ্ধার হওয়া দাঁতগুলির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। বনদপ্তরের দাবি, আন্তর্জাতিক চোরাচালান বাজারে কেজি প্রতি দেড় কোটি হিসেবে উদ্ধার হওয়া দাঁতের মূল্য ১০ কোটি ৯০ লক্ষ টাকা।

[আরও পড়ুন: কলকাতা ছুঁয়ে দার্জিলিংয়ে সাইবেরিয়ার জোড়া বাঘ! বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement