Advertisement
Advertisement
Dakshin Dinajpur

বিজেপি থেকে তৃণমূলে ফেরাতে দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত! গ্রেপ্তার ২ তৃণমূল নেতা

বৃহস্পতিবার আদালতে তোলা হয় ধৃতদের।

2 arrested in purification row at Dakshin Dinajpur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 13, 2023 4:30 pm
  • Updated:April 13, 2023 7:36 pm  

রাজা দাস, বালুরঘাট: বিজেপি থেকে তৃণমূলে ফেরার প্রায়শ্চিত্ত হিসেবে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর ঘটনায় তোলপাড় রাজ্য। ৫ দিন পর অবশেষে দণ্ডি কাণ্ডে পুলিশের জালে ২ তৃণমূল নেতা। বৃহস্পতিবার তাঁদের তোলা হয় বালুরঘাট আদালতে।  তবে এদিনও কার্যত প্রায়শ্চিত্তের পক্ষেই সুর চড়ালেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। লিখলেন, “শুভেন্দু দলে ফিরতে চাইলে দণ্ডি নয়, কান ধরে ওঠ বোস করিয়ে দলে নেবেন। “

বিতর্কের সূত্রপাত গত ৬ এপ্রিল। রাতে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা জেডপি-১২ মণ্ডলের গোফানগরে কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলে ছিলেন বলে দাবি করে বিজেপি। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তপনের জেডপি-১২ মণ্ডলের গোফানগর থেকে শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা। তাঁরা বেশ কিছুটা রাস্তা দণ্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে যান। সেখানে তৎকালীন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন।

[আরও পড়ুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসএফআইয়ের বিক্ষোভের মুখে রাজ্যপাল, উঠল স্লোগান]

দণ্ডির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দানা বাধে বিতর্ক। কড়া পদক্ষেপ করে তৃণমূল। পদ থেকে অপসারিত করা হয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে। বিজেপি ঘোটা ঘটনার তীব্র প্রতিবাদ করে। গত সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন। জাতীয় ST কমিশনেও চিঠি লিখে অভিযোগ জানান। ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে জাতীয় ST কমিশন। এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ বুধবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ও আনন্দ রায়। তাঁদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: অভিষেককেও জেরা করা উচিত, কুন্তলের চিঠি বিতর্কে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement