সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গত কয়েকদিনে এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে কিছুটা স্বস্তিতে। একদিনে সংক্রমিত ১৯৮ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। যদিও এই কোভিড গ্রাফে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞ ও রাজ্যবাসীর কপালে।
মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। যদিও এদিন টেস্টিংয়ের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিন কয়েক আগেও দৈনিক সংক্রমিতের সংখ্যা পঞ্চাশের মধ্যে ছিল। তবে গত কয়েকদিনে তা অনেকটাই বেড়েছে। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ। তবে তা আগের দিনের তুলনায় কম। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৯৭২ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৭ জন।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৯১ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১১৩৩ জন। আর হাসপাতালে ভরতি ৪১ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া লাগিয়ে বেড়ে দাঁড়ল ১১৭৪ জনে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ৭৪৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৯৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৫৪ হাজার ১০৭ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.