Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: সুস্থ হচ্ছে বাংলা, নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নেই মৃত্যুও

চতুর্থ ঢেউ ঠেকাতে মেনে চলুন করোনাবিধি।

19 new Coronavirus cases recorded in Bengal in last 24 hours
Published by: Paramita Paul
  • Posted:April 25, 2022 7:40 pm
  • Updated:April 25, 2022 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের কোভিডগ্রাফ (COVID-19)। তবে গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল সংক্রমণ। নেই মৃত্যুও। আবার একদিনে সুস্থও হয়েছেন সংক্রমিতের চেয়ে অনেকটা বেশি। সবমিলিয়ে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা (Corona Virus) সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। ফলে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৩১। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০১ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: এবার ‘বেসুরো’ অর্জুন সিং, কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনে নামার হুঁশিয়ারি]

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতায় কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন সুস্থ হয়েছেন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৮১ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।

২০২০ সালের শুরু থেকেই করোনায় থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকার। সংক্রমণ রুখতে করোনা পরীক্ষায় জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিম্নমুখী হলেও পরীক্ষাতে হেলাফেলা করতে রাজি নয় রাজ্য সরকার। তাই প্রতিদিনই জোরকদমে চলছে দৈনিক করোনা পরীক্ষা। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ৫ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৩৩ শতাংশ।

করোনা মোকাবিলায় টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ১০ হাজার ৩৯৬ ডোজ ভ্যাকসিন (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। সোমবার পর্যন্ত ২৩ লক্ষ ৮৩ হাজার ২০২টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করলেন শুভেন্দু, তালডাংরায় যাবেন সদস্যরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement