Advertisement
Advertisement

Breaking News

গাড়ির চোরাকুঠুরিতে রুপো পাচার, ধরে ফেললেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা

উদ্ধার ১৯ কিলো ৪৬০ গ্রাম রুপো।

 19 gram silver found in car at Basirhat. Driver detained
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 13, 2018 9:21 pm
  • Updated:September 14, 2018 1:29 pm  

অর্ণব আইচ: গাড়ির সিটে চোরাকুঠুরি। তার ভিতরেই পাচার হচ্ছিল লাখ লাখ টাকার রুপো। গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি থেকে ৯ লক্ষাধিক টাকার রুপো আটক করলেন শুল্ক দফতরের আধিকারিকরা।

[ শহরে ফের ডেঙ্গুতে প্রাণহানি, একবালপুরের নার্সিংহোমে মৃত্যু মহিলার]

Advertisement

শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে এ রাজ্যে সোনা ও রুপো পাচার হওয়ার হওয়ার খবর পাচ্ছিলেন তাঁরা। গোয়েন্দারা জানতে পারেন,একটি গাড়িতে করে পাচার হচ্ছে সোনা ও রুপো। পাচারকারীদের ধরতে ফাঁদ পাতেন শুল্ক দফতরের প্রিভেন্টিভ শাখার আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটে অপেক্ষা করে ছিলেন গোয়েন্দারা। রাত এগারোটা নাগাদ আসে একটি গাড়ি। গাড়িটিকে আটকে চালকদের জেরা করতে শুরু করেন শুক্ল দপ্তরের আধিকারিকরা। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে অবশ্য কিছুই পাওয়া যায়নি। কিন্তু, গাড়ির সিটে তল্লাশির সময়ে গোয়েন্দাদের নজরে পড়ে, পিছনের সিটের মাঝের অংশে রয়েছে একটি হাত রাখার জায়গা। সেই হাতলের পিছনেই চোরাকুঠুরির সন্ধান পাওয়া যায়।  শুক্ল দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ওই কুঠুরিতে ছিল  ১৯ কিলো ৪৬০ গ্রাম রুপো। আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তদন্তে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে ওই গাড়ি চাপিয়ে চোরাই রূপো আনা হত নিউটাউনে।  গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[ দ্বিতীয় হুগলি সেতুতে টোলট্যাক্স মকুব বাইক চালকদের, যানজট কমাতে সিদ্ধান্ত প্রশাসনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement