Advertisement
Advertisement

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল ১৫৮টি ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ভোগান্তি চরমে

চারদিন ধরে চলবে সিগন্যালিং সিস্টেমের কাজ৷

158 local trains canceled on Sealdah main line

চারদিন ধরে চলবে সিগন্যালিং সিস্টেমের কাজ৷

Published by: Sayani Sen
  • Posted:September 7, 2018 2:15 pm
  • Updated:September 7, 2018 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইছাপুর থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমের কাজের জের৷ শুক্রবার থেকেই শিয়ালদহ মেন লাইনে বাতিল ১৫৮টি লোকাল ট্রেন৷ আগামী চারদিন ধরেই চলবে সিগন্যালিংয়ের কাজ৷ ট্রেন বাতিলের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা৷

[মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি-বোমা চাকদহে]

অফিস টাইম তো বটেই, এছাড়াও দিনের যেকোনও সময়েই শিয়ালদহ মেন শাখার ট্রেনে সাধারণত বাদুড়ঝোলা হয়েই গন্তব্যে পৌঁছাতে হয় যাত্রীদের৷ রোজই এই সমস্যায় জেরবার হন আমজনতা৷ তার উপর আগামী চারদিন শিয়ালদহ মেন শাখায় বাতিল ১৫৮টি লোকাল ট্রেন৷ রেলের তরফে জানানো হয়েছে, ইছাপুর থেকে বারাকপুরের মাঝে এখনও পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের ব্যবস্থা ছিল না৷ এবার ওই অংশেও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে৷ আগামী চারদিন ধরে চলবে এই কাজ৷ যার জেরে শিয়ালদহ মেন শাখায় ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে৷ তবে ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি যে হবে, সেকথা স্বীকার করে নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার থেকেই বিভিন্ন স্টেশনে স্টেশনে রেলের তরফে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়৷ এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা করারও আবেদন জানায় রেল কর্তৃপক্ষ৷

Advertisement

[টার্গেট উনিশ, জোরকদমে জঙ্গলমহলে ডিজিটাল রেশন কার্ড বিলি রাজ্যের]

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের সমস্যা দেখা দিয়েছে৷ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে বেশিরভাগই নৈহাটি ও বারাকপুর লোকাল৷ গেদে, শান্তিপুর ও কৃষ্ণনগর লোকালে বাদুড়ঝোলা ভিড়৷ সন্ধ্যার পর থেকে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা৷ সেক্ষেত্রে অফিস টাইমে ট্রেন আদৌ কখন পাবেন, পেলেও সেই ট্রেনে ঠিক কতটা ভিড় হবে সেকথা ভেবেই উদ্বিগ্ন তাঁরা৷ শনিবার ও রবিবার সাধারণত অফিস যাত্রীদের ভিড় কম থাকে৷ কিন্তু সপ্তাহের শুরুতে সোমবার ও মঙ্গলবার ট্রেনে যাত্রীর ভিড় বেশি থাকে৷ তা সত্ত্বেও ট্রেন বাতিলের সমস্যায় ভোগান্তি আরও বাড়বে বলেই মত নিত্যযাত্রীদের৷ এই চারদিন চূড়ান্ত দুর্ভোগ হবে এই চিন্তাতেই উদ্বিগ্ন তাঁরা৷     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement