Advertisement
Advertisement
Coronavirus Update

Coronavirus Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত দেড়শোর বেশি, মৃত ১

সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।

154 Coronavirus cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 30, 2022 7:42 pm
  • Updated:August 30, 2022 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ। একধাক্কায় একদিনে সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫৪ জন। পুজোর আগে সংক্রমণের লাগাম পরাতে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। যা আগেরদিনের তুলনায় বেশ কিছুটা বেশি। সোমবার রাজ্যে কোভিড-১৯ (COVID-19) সংক্রমিত হয়েছিলেন ১০০ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২১, ৬, ৭৭৮ জন। সোমবারের মতোই এদিনও রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৬২ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ব্যক্তিগত শত্রুতার জেরে তৃণমূল নেতার নামে বিচারককে হুমকি চিঠি, পুলিশি হেফাজতে ধৃত]

সংক্রমণ যেমন কমেছে, তেমনই খানিকটা কমেছে সুস্থতাও। এদিন করোনাকে হারিয়েছেন ৩০৮ জন। যা আগেরদিনের তুলনায় সামান্য কম। এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮২ হাজার ৭৫৫। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। কমেছে অ্যাক্টিভ করোনা সংক্রমিতের সংখ্যাও। মঙ্গলবার রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬১। তাদের মধ্যে ২ হাজার ৪৪৪ জন বাড়িতে চিকিৎসাধীন। হাসপাতালে রয়েছেন ১১৭ জন। 

২০২০ সালের প্রায় শুরু থেকে দেশজুড়ে করোনার (Coronavirus) দাপট লক্ষ্য করা যায়। সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। মাঝে করোনার বাড়বাড়ন্ত কমে অনেকটাই। তার ফলে টেস্টিংয়ের প্রবণতা কমেছিল খানিকটা। তবে ফের করোনা উপসর্গ দেখা দিলেই পরীক্ষার জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট ৮ হাজার ৩৪৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৬,২৭৮,৭২৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৮৪ শতাংশ। ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।

[আরও পড়ুন: সহযোগিতা করছেন না, জেলে অনুব্রতকে জেরার পর দাবি CBI আধিকারিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement