চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের জোড়া বটতলা এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও বেশ কয়েকজন বাসের ভিতরে যাত্রী আটকে থাকতে পারেন বলেই অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থেকে কান্দির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ভরতপুর থানার জোড়া বটতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানের জমিতে উলটে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই বাসের প্রায় পনেরো জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের সকলকেই ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। তবে এখনও চলছে উদ্ধার কাজ। আরও যাত্রী বাসের ভিতর আটকে থাকতে পারেন বলে অনুমান করছেন উদ্ধারকারীরা।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসাধীন সকলেই গুরুতর আহত। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে আহতদের সকলের পরিচয় ও ঠিকানা এখনও জানা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে বাসের যাত্রীদের সঙ্গেও কথা বলা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.