Advertisement
Advertisement

Breaking News

Bhangar

উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী

এলাকায় মাইকিংও করা হচ্ছে।

144 imposed in Bhangar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 5, 2023 12:26 pm
  • Updated:September 5, 2023 1:45 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের অশান্তির আশঙ্কা! আবারও ১৪৪ ধারা জারি হল ভাঙড় (Bhangar)। এবার ভাঙড় ২ ব্লকের কাশীপুর ও কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় জারি করেছে প্রশাসন। তবে গোটা ব্লক নয়, প্রতিটি পঞ্চায়েতের কেবল ২০০ মিটার পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে উপসমিতি গঠনের আগেই এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় অশান্তি ছড়ানোয় যুক্ত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ অর্থাৎ মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের ১০টি পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে। এজন্য প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, সভাসমিতি বা মিছিল করা যাবে না। আশঙ্কা করা হচ্ছে, উপসমিতি গঠন নিয়ে আবারও অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড়। তাই প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এজন্য এলাকায় মাইকিংও করা হচ্ছে। এদিকে সতর্কতার মধ্যেই এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাম মামুখালি মোল্লা। এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডির, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ডাক]

ইতিমধ্যে ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ন’টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। একমাত্র পোলেরহাট-২ পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি। ইতিপূর্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় আইএসএফের বিজয়ী সদস্যরা অনুপস্থিত ছিল। উপসমিতি গঠনের সময় আইএসএফের পক্ষ থেকে পঞ্চায়েতে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে। ফলে এদিন উপসমিতি গঠনের সময় অশান্তি বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোলমাল ঠেকাতে আগেভাগেই এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

 

[আরও পড়ুন: সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডির, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ডাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement