Advertisement
Advertisement
Local train

মার্চ মাস জুড়ে হাওড়া শাখায় বাতিল ১৪ টি লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

জেনে নিন বাতিলের তালিকায় কোন কোন ট্রেন।

14 local train cancelled due to maintenance work in howrah division | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2023 10:14 am
  • Updated:March 1, 2023 10:14 am  

সুব্রত বিশ্বাস: চলবে রেল লাইন মেরামতির কাজ। ফলে এবার টানা একমাস হাওড়া শাখার লিলুয়া-বর্ধমান লাইনে বাতিল থাকবে ১৪ টি লোকাল ট্রেন। যার জেরে প্রবল ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কায় নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেল লাইন সংস্কারের কাজ করা হবে। যে কাজে একটা দীর্ঘ সময় লাগবে। সেই কারণেই আজ অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান লাইনে বন্ধ রাখা হবে ১৪ টি লোকাল ট্রেন চলাচল। এছাড়াও মাদলহ ডিভিশনের কয়েকটি ট্রেনও বাতিল করা হচ্ছে। দেরিতে চলবে কিছু ট্রেন। সবমিলিয়ে আগামী এক মাস ট্রেন যাত্রীদের ভুগতেই হবে। ফলে হাতে সময় নিয়ে বেরনোর অনুরোধ রেল কর্তৃপক্ষের।

Advertisement

[আরও পড়ুন: ডাক মেলেনি ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে! ক্ষোভে তৃণমূল ছাড়ছেন প্রধান-সহ ২৩ পঞ্চায়েত সদস্য]

লিলুয়া-বর্ধমান শাখায় বাতিল ট্রেনের তালিকা

হাওড়া থেকে বাতিল- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫
বর্ধমান থেকে বাতিল- ৩৭৮৩৪ ও ৩৭৮৪০
পাণ্ডুয়া থেকে বাতিল- ৩৭৬১৪
তারকেশ্বর থেকে বাতিল- ৩৭৩৫৪
শ্রীরামপুর থেকে বাতিল- ৩৭০১২
মশাগ্রাম থেকে বাতিল- ৩৬০৮৬

রেল সূত্রে খবর, ১ এপ্রিল থেকে ফের স্বাভাবিক নিয়মে শুরু হবে ট্রেন পরিষেবা।

[আরও পড়ুন: নেই শিক্ষক, উচ্চমাধ্যমিক স্কুলে অংকের ক্লাস নেন কেরানি! সাফাইয়ের দায়িত্বে পড়ুয়ারাই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement