ফাইল ছবি
নন্দন দত্ত, বীরভূম: এবার আর শুধু সন্ত্রাস বা ভোটে দাঁড়াতে বাধা দেওয়াই নয়, পঞ্চায়েতে মনোনয়নে দ্বিতীয় পর্বে বীরভূমে শাসকদলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোমবার মনোনয়নের দ্বিতীয় পর্বে জেলা পরিষদে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। নির্দল প্রার্থীও আছেন, আবার বিরোধী দলের প্রার্থীও আছেন। কিন্তু কারও কোনও দলীয় প্রতীক নেই! বিরোধীদের অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ থেকে বাঁচতে অভিনব কৌশল নিয়েছে শাসকদল। নিজেদের দলের লোককেই ভূতুড়ে প্রার্থী সাজিয়ে মনোনয়ন পেশ করিয়েছে তারা। বীরভূমে পঞ্চায়েত ভোটে প্রতারণার অভিযোগে শাসকদলের কমিশনের অভিযোগ জানিয়েছে বিরোধীরা।
[রাজ্য-কমিশন মতানৈক্য, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল না মঙ্গলবারও]
পঞ্চায়েতে প্রথম পর্বের মনোনয়ন পেশের পর দেখা গিয়েছিল, বীরভূম জেলা পরিষদ বিরোধীশূন্য। ৪২টি আসনের মধ্যে ৪১টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থীরাই। একটি আসনে মনোনয়ন পেশ করতে পেরেছিলেন বিজেপি প্রার্থী। পরে অবশ্য মনোনয়ন প্রত্যাহার করে শাসকদলে যোগ দেন তিনি। কিন্তু, এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে গত সোমবার ফের মনোনয়ন পেশ করার সুযোগ পেয়েছে বিরোধীরা। জানা গিয়েছে, মাত্র একদিনেই বীরভূম জেলা পরিষদে বিরোধী ও নির্দল মিলিয়ে মনোনয়ন পেশ করেছেন ১৩ জন প্রার্থী। মনোনয়ন জমা দিয়েছেন বাম, বিজেপি, এমনকী কংগ্রেস প্রার্থীরাও। মনোনয়ন তো জমা পড়েছে। কিন্তু, তাতে খুশি নয় বিরোধী দলগুলি। কারণ, কোনও প্রার্থীরই যে দলীয় প্রতীক নেই! বিরোধীদের দাবি, যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা সকলেই শাসকদলের প্রার্থীদের আত্মীয়। কমিশন বিভ্রান্ত করতে প্রতীক ছাড়া শুধুমাত্র বিরোধী দলের নামে মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক মনসা হাঁসদা বলেন, ‘কোন মনোনয়নই সঠিকভাবে জমা দেওয়া হয়নি। স্ক্রুটিনিতেই মনোনয়নগুলি বাতিল হয়ে যাবে। গণতন্ত্রের নামে প্রহসনে করতে কারচুপি করেছে তৃণমূল।’
[দিলদার তুমি কার? তৃণমূল-বিজেপি চাপানউতোর অব্যাহত সিউড়িতে]
বস্তুত, বীরভূমে পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। যদিও প্রতারণা বা কারচুপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে দলের সাধারণ সম্পাদক বলেন, ’যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা সকলেই মানুষ। কেউ ভূত নয়।‘
[মনোনয়নে বাধা দেওয়ার মাশুল, তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির হামলা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.