Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: পরপর দু’দিন বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ, শীর্ষে সেই কলকাতা

গত ২৪ ঘণ্টায় সামান্য কমল মৃত্যু।

1273 new Coronavirus Cases recorded in Bengal
Published by: Paramita Paul
  • Posted:July 27, 2022 7:21 pm
  • Updated:July 27, 2022 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। চোখ রাঙাচ্ছে ভাইরাস। এমন পরিস্থিতিতে পরপর দু’দিন বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল মৃত্যু।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২৭৩ জন। গতকাল যে সংখ্যাটা ছিল বারোশোর আশপাশে। দৈনিক পজিটিভিটি রেট ৮.৫৫ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৬৯ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৬০ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১১০ জন। তবে স্বস্তিজনকভাবে এ রাজ্যের বাকি সব জেলায় একদিনে সংক্রমিতের সংখ্যা একশোর নিচে। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৮৮ হাজার ৯৮৮ জন। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, বিস্ফোরক দাবি মিঠুনের]

এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন কলকাতায় মৃত্যু দু’জনের। বাংলায় একদিনে মৃত ৫। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৩৯ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২, ৪৬১ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৪৭হাজার৫৫ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.০২ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১৯,৬২২ জন। আর হাসপাতালে ভরতি ৪৭২ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী ২০,০৯৪। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৪ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৩লক্ষ ৭৯ হাজার ৬৮১ জন।

[আরও পড়ুন: টালিগঞ্জের পর বেলঘরিয়া, পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাটে ফের মিলল নগদ টাকার হদিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement