Advertisement
Advertisement

Breaking News

Kalyani

প্রচণ্ড গরমে শর্ট সার্কিট থেকে আগুন, কল্যাণীতে পুড়ে ছাই ১২টি বাড়ি

ক্ষতিপূরণের আশ্বাস স্থানীয় প্রশাসনের।

12 houses burnt in Kalyani after fire broke out due to short circuit

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 19, 2024 3:59 pm
  • Updated:April 19, 2024 5:04 pm  

সুবীর দাস, কল্যাণী: প্রচণ্ড গরমে শর্ট সার্কিট। তা থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। নদিয়ার কল্যাণী (kalyani) ব্লকের মদনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুড়ে ছাই ১০-১২টি বাড়ি। ঘটনায় জখম ৫-৬ জন স্থানীয় বাসিন্দা। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। 

দমকল ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, তীব্র দাবদাহে এলাকায় একটি ট্রান্সফর্মার (Transformer) থেকে আগুনের ফুলকি পাটকাঠি ও বিচুলির উপর পড়ার ফলে এই আগুন। এলাকায় কয়েকটি বাড়ির বেড়া ও পাটকাঠির হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পর পর পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি। আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে পালাতে না পেরে মৃত্যু হয় কয়েকটি ছাগল ও মুরগির। আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। আশেপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। খবর যায় দমকলে (Fire Brigade)। ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের মাঝে শহরে ফের বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার ৩]

স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মদনপুর ২ পঞ্চায়েত প্রধান সুস্মিতা সরকার ও ব্লক উন্নয়ন দপ্তরের আধিকারিক গোবিন্দ সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।

এলাকায় যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁকে দেখে ক্ষোভপ্রকাশ করে স্থানীয়রা। ভোটে জেতার পর তাঁকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সামনে লোকসভা নির্বাচন বলে বিধায়ক অগ্নিকাণ্ডের খবর পেয়ে দৌড়ে এসেছেন বলেই দাবি এলাকাবাসীর।

[আরও পড়ুন: প্রথম দফা ভোটের LIVE UPDATE: নটা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৫ শতাংশ, দেশের মধ্যে সর্বোচ্চ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement