Advertisement
Advertisement
Tribal strike

দফায় দফায় অবরোধ-সরকারি বাস চলাচলেও বাধা, আদিবাসীদের বন্‌ধে ভোগান্তি নিত্যযাত্রীদের

বিকল্প পথে গন্তব্যে পৌঁছতেও কালঘাম ছুটছে যাতায়াতকারীদের।

12 hours tribal strikes in WB against Kurmi protest । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2023 9:51 am
  • Updated:June 8, 2023 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়মিদের দাবির প্রতিবাদে পথে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ পালন করছেন তাঁরা। জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে। তার ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

কুড়মিদের তফসিলি উপজাতিভুক্ত করতে হবে এই দাবিতে চলছে জোর আন্দোলন। তারই মাঝে কুড়মিদের বিরোধিতায় সরব ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। কুড়মিদের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি এবং সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে তফসিলি উপজাতিভুক্তকরণের ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে বন্‌ধকারীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা বাংলা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। সকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ বিক্ষোভ।

Advertisement

[আরও পড়ুন: জুতোর সোলে লুকিয়ে কোটি টাকার সোনা পাচারের ছক, রাজধানী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার চক্রের চাঁই]

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, কাটোয়া, বালুরঘাটে বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে। কোথাও বন্ধ দোকানপাট। আবার কোথাও সরকারি বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বন্‌ধকারীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে পথ অবরোধ করেন আদিবাসীরা। বিকল্প পথে গন্তব্যে পৌঁছতেও কালঘাম ছুটছে যাতায়াতকারীদের। কারণ, রাস্তায় দেখা নেই ছোট গাড়িরও। তার ফলে বিপাকে সাধারণ মানুষ।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সাফল্য প্রচারে ৯ জুন বঙ্গে আসছেন না মোদি, বক্তা হিসাবে শুভেন্দুর বদলে সুকান্তকেই গুরুত্ব দলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement