Advertisement
Advertisement
ধর্মঘট

উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট দিনহাটায়

রবিবার উদয়ন গুহর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।

12 hours transport strike today in Dinhata: Govt stay off roads
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 1, 2019 10:09 am
  • Updated:July 1, 2019 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়ক উদয়ন গুহর গাড়িতে দুষ্কৃতী হামলার প্রতিবাদে সোমবার আইএনটিটিইউসির ডাকে ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট পালিত হচ্ছে দিনহাটায়। তবে শুধুমাত্র বেসরকারি বাস পরিষেবাই ধর্মঘটের আওতায়। সরকারি বাস নজরে পড়লেও সকাল থেকেই থমথমে এলাকা।

[আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর, আজ থেকে একাধিক রুটে বাড়ছে লোকাল ট্রেন]

ঘটনার সূত্রপাত রবিবার। এদিন সকালে দিনহাটার রসমান্তা এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক উদয়ন গুহ৷ অভিযোগ, সাহেবগঞ্জ থানার নয়ারহাট এলাকায় হঠাৎই তাঁর গাড়িতে লক্ষ্য করে ইটবৃষ্টি করে ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল৷ ভেঙে দেওয়া হয় বিধায়কের গাড়ির সামনের কাচ৷ স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কোনওক্রমে থানায় আশ্রয় নিয়ে রক্ষা পান দিনহাটার বিধায়ক৷ তাঁর অভিযোগ, বিজেপির ষড়যন্ত্রেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ পুলিশি নিরাপত্তা পেলে, তবেই থানা ছেড়ে বেরোবেন বলে জানান উদয়ন গুহ৷ যদিও দিনহাটার বিধায়কের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক৷ তাঁর পালটা দাবি, এই ঘটনার পিছনে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব দায়ী৷ ওই অঞ্চলের তৃণমূল নেতা হুমায়ুন কবীর বরাবরই উদয়ন গুহর প্রতিপক্ষ বলে পরিচিত৷ এমনকী, দিনহাটার বিধায়কের মঞ্চ ভাঙারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ ফলে রবিবারে ঘটনাও তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই ফল৷ একই কথা বলেছেন দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তও৷

Advertisement

রবিবারের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিনই সোমবার ১২ ঘণ্টা পরিবহণ ধর্মঘটের ডাক দেয় আইএনটিটিইউসি। সেই মতো সোমবার সকাল থেকেই থমথমে দিনহাটা। রাস্তা ঘাটে বাস নেই বললেই চলে। ফলে সপ্তাহের শুরুতেই রাস্তায় বেরিয়ে নাকাল হতে হচ্ছে যাত্রীদের।  

[আরও পড়ুন: ‘প্রশান্ত কিশোরের সমকক্ষ প্রয়োজন দলেও’, বিজেপি নেতার পোস্ট ঘিরে শুরু জল্পনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement