ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। আশার আলো দেখিয়ে কমেছে মৃত্যুও। পাশাপাশি বেড়েছে সুস্থতাও। সবমিলিয়ে কোভিড যুদ্ধে সামান্য আশার আলো দেখছেন চিকিৎসকরা। তবে শুক্রবারের তুলনায় বেশকিছুটা কমেছে করোনা পরীক্ষাও।
স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ব পরগনা (৩ হাজার ৮৭৬ জন)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ( ৩ হাজার ২৮০ জন)। এক হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। ফলে এদিন বাংলায় মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ৪৮ হাজার ৬৬৮ জন। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। তবে শুক্রবারের তুলনায় শনিবার করোনা পরীক্ষাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিন রাজ্যে কোভিড জয়ীর সংখ্যা ১২ লক্ষ ছাড়াল। শনিবার রাজ্যে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ২ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যাও দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। একদিনে এ রাজ্যে করোনাকে হারিয়েছেন ১৯ হাজার ২০২ জন। যা শুক্রবারের চেয়ে বেশকিছুটা বেশি। ফলে বাংলায় চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও কমেছে অনেকটা। বর্তমানে এ রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্য়া ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জন। যা শুক্রবারের তুলনায় ৪৯৩ জন কম।
করোনার দ্বিতীয় ধাক্কায় চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। গত কয়েক সপ্তাহ যাবৎ ক্রমাগত ঊর্ধ্বমুখী করোনায় দৈনিত মৃত্যুর গ্রাফ। এক সময় যে দৈনিত মৃত্যু শূন্যতে নেমে গিয়েছিল এখন তা ১৫০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তবে সামান্য স্বস্তি দিয়ে শনিবার কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায় (৪৩)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (৪১)। এদিন বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২০৮ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.