Advertisement
Advertisement

Breaking News

Gangarampur

খেলতে খেলতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় বিপত্তি! অসুস্থ গঙ্গারামপুরের ১১ খুদে

ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুরে।

11 children of Gangarampur feeling sick after eating poisonous fruit while playing | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 18, 2023 7:48 pm
  • Updated:December 18, 2023 7:48 pm  

রাজা দাস, বালুরঘাট: খেলার সময় বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের ১১ নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হরিরামপুরে। হাসপাতালে চিকিৎসাধীন খুদেরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হরিরামপুর ব্লকের বলদু গ্রামে খেলা করছিল একদল নাবালক। সেই সময় খেলতে খেলতেই না বুঝে বিষাক্ত ফল খেয়ে ফেলে তারা। কিছুক্ষণের মধ্যেই এক এক করে অসুস্থ হয়ে পড়ে ১১ জন। বিষয়টি জানতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি অসুস্থ ১১ জনকে নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে।

Advertisement

[আরও পড়ুন: মূক-বধির তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত-সহ ২]

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাবালকদের নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। ঘটনার খবর পেয়ে সোমবার অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করতে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি অসুস্থদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন: Duare Sarkar at Sundarban: নদীবক্ষে দুয়ারে সরকার শিবির, লঞ্চে বসেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সুন্দরবনবাসীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement