ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাধ ও সুষ্ঠু উপনির্বাচনের দাবি। রাজ্যের পাঁচ জেলার ৬টি কেন্দ্রের উপনির্বাচনে ফের বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের দিনতিনেকের মধ্যে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের পাঁচ জেলার ৬টি কেন্দ্রে উপনির্বাচন। সেই তালিকায় রয়েছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই। প্রথমে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে তার মাত্র কয়েকদিনের মধ্যে ফের সিদ্ধান্ত বদল। রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। আর জি কর কাণ্ডের পর রাজ্যে এটাই প্রথম নির্বাচন। এতেই বোঝা যাবে আর জি কর কাণ্ডের কতটা প্রভাব জনমানসে পড়েছে। বিজেপিও এই উপনির্বাচনকে লোকসভার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.