Advertisement
Advertisement

Breaking News

শতায়ু বৃদ্ধাকে ধর্ষণ! গ্রেপ্তার একুশ বছরের যুবক

এ কোন পথে চলেছে সমাজ!

100-year-old woman raped in Nadia
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 24, 2018 10:59 am
  • Updated:October 24, 2018 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কোন পথে চলেছে সমাজ! সদ্য যুবকের বিকৃতি যৌন লালসার শিকার হতে হল শতায়ুকে এক বৃদ্ধাকে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহের। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন নির্যাতিতার আত্মীয়রা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[‘প্লাটফর্মের দাঁড়িয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আর বাঁচব না’]

Advertisement

বয়স একশো পেরিয়েছে। অশক্ত শরীরে চলাফেরা করতে সমস্যা হয়। এই বয়সে এসে কিনা ধর্ষিতা হতে হল! আর যে ধর্ষণ করেছে বলে অভিযোগ, তার বয়স মাত্র ২১ বছর! ঢিঢি পড়ে গিয়েছে নদীয়া চাকদহের। চাকদহের চাকুরিয়া গঙ্গাপ্রসাদপুরে থাকেন অশীতিপর ওই বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়িতেই একাই ছিলেন তিনি। সেই সুযোগে তাঁর ঘরে ঢোকে বছর একুশের এক যুবক। সে আবার ওই বৃদ্ধারই প্রতিবেশী। ঘরে ঢুকে ঠাকুমার বয়সী ওই মহিলাকে ওই যুবক ধর্ষণ করে অভিযোগ। বৃদ্ধার আর্ত চিৎকারে ছুটে আসেন অন্য প্রতিবেশীরা। তাঁরা দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন শতায়ু ওই মহিলা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযুক্ত যুবককেও হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। বৃদ্ধার প্রতিবেশী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সত্যি কথা বলতে, ঘরে-বাইরে এখন নানা ভাবে যৌন হেনস্থার মুখে পড়তে হয় মহিলাদের। ধর্ষণের মতো ঘটনা আকছারই ঘটে। কিন্তু, তা বলে শতবর্ষ পেরনো এক বৃদ্ধাকে ধর্ষণ! শোরগোল পড়েছে গিয়েছে চাকদহের চাকুরিয়ার গঙ্গাপ্রসাদপুরে। কেন এমন কাণ্ড ঘটাল বছর একুশের ওই তরুণ? তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তবে কারণ যাই হোক না, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। দিন কয়েক আগেই বর্ধমান স্টেশনে এক যুবকের পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। ‘মা’ বলে সম্বোধন করে খাবার দেওয়ার অছিলায় তাঁর উপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।

[মা লক্ষ্মীর কৃপায় উন্নয়নের ছোঁয়া লেগেছে কুলটির ‘ভূতগ্রাম’-এ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement