Advertisement
Advertisement
Abhishek Banerjee

Abhishek Banerjee LIVE: ‘আমরা দরজা খুললে দলটাই উঠে যাবে’, হলদিয়ায় আর কী বললেন অভিষেক?

হলদিয়ায় শ্রমিক সমাবেশে তৃণমূল সাংসদের বক্তব্যের ১০ পয়েন্ট।

10 Highlights point of Abhishek Banerjee's speech at Haldia | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 28, 2022 3:18 pm
  • Updated:May 28, 2022 4:53 pm  

হলদিয়া শ্রমিক সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যের শিল্পের অভিমুখ বোঝাতে এই সমাবেশ। সেখানে কী বার্তা দিলেন সাংসদ?

  • কাল হলদিয়ায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই প্রথম দলীয় কর্মীরা বলেছেন, নেতারা শুনেছে। কাল প্রায় ৫০ জন কর্মী বক্তব্য রেখেছেন। সবকথা আমার কাছে এসে পৌঁচেছে।
  • কে কারা ১ মে বিজেপির হয়ে কারখানায় বিএমএসের ঝাণ্ডা তুলেছেন, আর পরের দিন তৃণমূলে ঝাঁপ দিয়েছেন, তার তালিকা আমার কাছে আছে। সভায় আসার পথেও আমি ৪-৫ জনকে ‘অনুগামীকে’ চিহ্নিত করেছি। দলের বিভীষণকে আমরা চিহ্নিত করেছি। 

[আরও পড়ুন: ‘আমি নেই, ৪০% ভোট পেয়ে দেখান’, বাংলা ছাড়ার আগে সুকান্ত-শুভেন্দুদের চ্যালেঞ্জ দিলীপের]

  • যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুণ্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল। এই জেলার একসময়ের সর্বেসর্বা তার পদলেহন করে, নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল। দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল। 
  • আমার পিছনে তো ইডি-সিবিআই লেলিয়ে দিয়েছে। আমার মাথা নিচু করতে পেরেছে? কাঁচকলা করেছে। দিল্লির বুকে আমার মাথা দু’বার নিচু করেছে ওরা। আমি ওদের দুজন সাংসদকে আমাদের দলে এনেছি। তাও তো দরজা খুলছি না আমরা। তাহলে তো দলটাই উঠে যাবে।
  • অনুগামী এক্সচেঞ্জ খুলে বসেছিল কেউ কেউ। কর্মসংস্থানে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে। বাইরের লোক এসে কম খেটে বেশি বেতন নিয়ে যাবে, তা হতে দেব না।
  • তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না। আর ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। দলটা করতে হবে বুকে দলীয় পতাকা নিয়ে করতে হবে। ক্ষমতায় থাকলে ঠিকাদারি করা চলবে না। আর যারা শ্রমিক সংগঠন করছেন, তাঁদের একটাই পরিচয় খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। এই দাদার অনুগামী, ওই দাদার অনুগামী বলা চলবে না। দলে একটাই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের নেতাদের বলছি. রাস্তায় নামুন।

[আরও পড়ুন: নেতাদের হাল হকিকত জানতে নয়া পদক্ষেপ, সমীক্ষা করে ব্লক সভাপতি চূড়ান্ত করছেন অভিষেক]

  • দল বদল করে যারা তৃণমূলে এসেছেন তাঁরা হলদিয়া পুরসভা ভোটে টিকিট পাবেন না। কোনও ঠিকাদার ভোটের টিকিট পাবে না। বিজেপি-সিপিএম থেকে আসা নেতারা পুরনো কর্মীদের উপর ছড়ি ঘোরাচ্ছেন বলে মনে করছেন অনেকে। আজ থেকে এই সব বন্ধ। 
  • বিচারব্যবস্থার এক শতাংশ আছে যারা যোগসাজস করে তল্পিবাহকতা করছে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। তদন্ত বন্ধ করে দিচ্ছে। খুনিকে রক্ষাকবচ দিচ্ছে। 
  • ১১ বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে। মানুষের টাকা নিয়ে নিয়েছে। নিজে কোটি কোটি টাকা করেছে। টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে। আর কথায় কথায় বলে আমি অকৃতদার। আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ। 
  • প্রতি বছর শ্রমিক সম্মেলন হবে। আমি আসব। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement