Advertisement
Advertisement
CM Mamata Banerjee'

শিল্পে বিনিয়োগ থেকে কর্মসংস্থান, পুলিশ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ গুরুত্বপূর্ণ ঘোষণা

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?

10 highlights from West Bengal CM Mamata Banerjee's speech on police day | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 1, 2021 3:44 pm
  • Updated:September 1, 2021 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পে বিনিয়োগ থেকে রাজ্যের নয়া শিল্পনীতি নিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ব্যাংক নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। আবার শিল্পে বিনিয়োগ নিয়ে ঘোষণা করতে গিয়ে বিঁধেছেন বিরোধীদের। আবার পুলিশ দিবসে পুলিশ কর্তাদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ দশ পয়েন্ট।

  • আবার বিশ্ববাংলা সম্মেলন আয়োজিত হবে। প্রস্তুতি নাও। ফেব্রুয়ারি বা মার্চ মাসে আয়োজন করা যেতে পারে। তাহলে হাতে সময় পাওয়া যাবে কিছুটা। গত দু’বছর শিল্প সম্মেলনের আয়োজন করা যায়নি।
  • শিল্পপতিদের সমস্যা আমি বুঝি। ওঁরাই বা কী করবে। ডানদিকে গেলে কোভিড বামদিকে গেলে এজেন্সি। কোথায় যাবে ওঁরা? তবু তো কাজ করতে হবে।
  • আমাদের রাজ্যে তো ১৪টা বন্দর নেই। কোনও রাজ্যে এতগুলো বন্দর থাকলে কাজ সহজ হয়ে যায়। আমাদের মাত্র দুটো বন্দর। একটা আমরা তৈরি করছি। পরিকাঠামো তৈরি হতে সময় লাগে।
  • গত কয়েক বছরে রাজ্যের শিল্পে ১ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছে।

[আরও পড়ুন: COVID-19: বৃহস্পতিবার থেকে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক, রাজ্যবাসীর স্বার্থে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

West Bengal CM Mamata Banerjee highlights massive investment in state.

Advertisement
  • পুলিশ দিবসে পুলিশকে কুর্নিশ। অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। তাঁদের বলব, ১০০টা কাজ করলে ১টা ভুলভ্রান্তি হতেই পারে।
  • ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম। ক্ষমতায় ফিরে সেই কথা রেখেছি। দুয়ারে সরকারে ইতিমধ্যে ২ কোটি আবেদন জমা পড়েছে। তার মধ্যে দেড় কোটি আবেদন রাজ্যের মহিলাদের। নারী ক্ষমতায়নে সফল রাজ্য সরকার।
  • সামাজিক প্রকল্পে আমরা সাফল্য পেয়েছি। এবার আমাদের টার্গেট শিল্প। শিল্পে বাংলা এক নম্বর হবেই। আপনারা বিনিয়োগ করুন।

[আরও পড়ুন: শিল্পে একনম্বর হওয়াই লক্ষ্য, রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর]

  • নয়া দুটি শিল্পনীতি নিচ্ছে রাজ্য। ইথানল প্রোডাকশন প্রোমোশন পলিসি চালু করল রাজ্য। আবার ডেটা সেন্টার তৈরি করবে রাজ্য। তৈরি হয়েছে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড।
  • ২ বছরের মধ্যে অণ্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে। বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় ৩০টি হেলিপ্যাড তৈরি হয়েছে।
  • ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরিতে যাতে সমস্যা না হয়, তাই কাল থেকে পূর্ণসময় খোলা থাকবে ব্যাংক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement