Advertisement
Advertisement

Breaking News

করোনা

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত দশ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ

আশা জাগাচ্ছে সুস্থতার হার।

10 death in West Bengal due to Corona Virus in last 24 hours
Published by: Paramita Paul
  • Posted:June 4, 2020 7:26 pm
  • Updated:June 4, 2020 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা মাথাব্যথা বাড়াচ্ছে প্রশাসনের। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জন। পাশাপাশি, কো-মর্বিডিটিতে প্রাণ হারিয়েছেন আরও ৭২ জন। বৃহস্পতিবারের হিসেব যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হারও। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৬৮ জন।  ফলে বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৬ জন। প্রসঙ্গত, উত্তরবঙ্গের মাথাব্যথা বাড়াচ্ছে কোচবিহার। সেখানে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ জন। ফলে সেই জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ১১২।  এদিকে কলকাতাতেও সংক্রমণে লাগাম পড়ানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে  ৬৩ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। ফলে তিলোত্তমায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৮ জন। অনেকেরই অভিযোগ, আচমকাই লকডাউনের নিয়মকানুন শিথিল করা হয়েছে, ফলে হু হু করে বাড়ছে সংক্রমণ। প্রতিদিনই প্রায় তিনশো জন নতুন করে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি, অনেক সময়ই কলকাতায় সামাজিক দূরত্বের পাটবালাই থাকছে না। ফলে তিলোত্তমায় সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন : দুপুরেই আকাশ কালো করে মেঘ, বজ্রপাতে প্রাণ হারালেন মালদহের ৩ জন]

তবে এত বিপত্তির মধ্যেও আশা জাগাচ্ছে করোনা রোগীদের সুস্থতার হার। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, রাজ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৪০.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন আরও ১৮৮ জন। ফলে বাংলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৭৫৩ জন। যা নিসন্দেহে আশার আলো দেখাচ্ছে।

[আরও পড়ুন :  হাওড়ার কোয়ারেন্টাইন সেন্টারে মিলছে না খাবার, প্রতিবাদে থালা হাতে রাস্তায় পরিযায়ীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement