Advertisement
Advertisement

Breaking News

Moyna

ময়নার বিজেপি নেতা খুনে এবার NIA’র জালে তৃণমূল কর্মী

২০২৩ সালের ১ মে খুন হন বিজয়কৃষ্ণ ভূঁইয়া।

Moyna: 1 tmc worker arrested on BJP leader death case
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 6, 2024 2:09 pm
  • Updated:November 6, 2024 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নার বিজেপি নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল কর্মী। বুধবার ভোরে পূর্ব মেদিনীপুরের বাকচার গোড়া মহাল গ্রাম থেকে নবকুমার মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে NIA। এই ঘটনায় ইতিমধ্যেই জেলবন্দি ৯ জন।

পূর্ব মেদিনীপুরের ময়নার গোড়ামহল এলাকার বাসিন্দা ছিলেন বিজয়কৃষ্ণ ভূঁইয়া(৬০)। ওই গ্রামে স্থায়ী পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিছুটা দূরে নদীর পাড় সংলগ্ন একটি অস্থায়ী বাড়ি তৈরি করে অধিকাংশ সময় থাকতেন বিজয়কৃষ্ণ। ২০২৩ সালের ১ মে সন্ধে প্রায় সাড়ে ৫টা নাগাদ একটি ভ্যানে করে কিছু ইটবোঝাই করে ওই অস্থায়ী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজয়কৃষ্ণ ও তাঁর স্ত্রী লক্ষ্মীদেবী। তখন ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের অতর্কিতে আক্রমণ করে। এর পর থেকেই বিজেপির ওই বুথ সভাপতি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। রাত ১২টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড় থেকে দেহ উদ্ধার করে পুলিশ। তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিক কারণেই বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাকচা এলাকা।

Advertisement

খুন-সহ একাধিক মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩৪ জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর করে শুরু হয় তদন্ত। ৮ জন তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তার হলেও বেশ কয়েকজন আবার জামিনে মুক্তি পেয়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদে আদালতের দ্বারস্থ হওয়ায় বিজেপি। সেই পরিপ্রেক্ষিতে হাই কোর্টের নির্দেশে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা পায় বিজয়কৃষ্ণের পরিবার। পরবর্তীতে ঘটনার তদন্তভার পায় এনআইএ। NIA-এর হাতেই গ্রেপ্তার নবকুমার মণ্ডল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement