Advertisement
Advertisement

মধ্যমগ্রামের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার কারখানার নিরাপত্তারক্ষী

ঘটনায় আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ৷

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 30, 2018 3:24 pm
  • Updated:July 30, 2018 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজনৈতিক কারণে নয়, আর্থিক লেনদেন নিয়ে বিবাদে খুন হয়েছেন মধ্যমগ্রামের তৃণমূল নেতা সুদীপ দাস৷ তেমনই দাবি পুলিশের৷ যে কারখানায় ওই তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার হয়েছিল, সোমবার সেই কারখানার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু, সত্তর বছরের ওই বৃদ্ধ একা কীভাবে খুন করে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলল, তা নিয়ে সন্দিহান তদন্তকারীরা৷ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

[ ‘জাস্টিস ফর ঈশিতা’র স্লোগান তুলে ফুঁসছে বাগনান, সোমবার বনধের ডাক]

Advertisement

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ১ ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন সুদীপ দাস৷ বাগবেড়িয়ায় একটি কারখানায় কাজ করতেন তিনি৷ প্রতিদিনের মতোই শনিবারও কারখানায় গিয়েছিলে্ন সুদীপবাবু৷ কিন্তু, আর বাড়ি ফেরেননি৷ রাতে মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা৷ রবিবার ভোরে যে কারখানায় কাজ করতেন ওই তৃণমূল নেতা, সেই কারখানায় সেপটিক ট্যাঙ্কে থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন সুদীপ দাস৷ এলাকায় তাঁর কোনও শক্র ছিল না৷ জমি নিয়ে একজনের সঙ্গে বিবাদ হয়েছিল বটে৷ তবে তা মিটেও গিয়েছিল৷

সোমবার সকালে ওই কারখানা নিরাপত্তারক্ষী শিবপদ ঘোষকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ তদন্তকারীদের দাবি, কারখানার লেনদেন নিয়ে শিবপদের সঙ্গে গণ্ডগোল চলছিল সুদীপবাবুর৷ তাঁকে খুন করেছে কারখানার নিরাপত্তারক্ষীই৷ কিন্তু, অভিযুক্ত শিবপদ ঘোষের বয়স প্রায় সত্তর বছর৷ এই বয়সে কি একজনকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া সম্ভব?  সন্দিহান তদন্তকারীরা৷ এদিকে আবার কারখানার সিসিটিভিতে এক ব্যক্তির ছবি ধরা পড়েছে৷ তাই তৃণমূল নেতা খুনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

[ সন্ধে নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে হায়না! আতঙ্ক খড়গপুরের ধোবিঘাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement