Advertisement
Advertisement

Breaking News

Maldah

ডাম্পারে লরির ধাক্কা, চালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার মালদহে, পুলিশের গায়ে ছাই ছিটিয়ে বিক্ষোভ

ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে।

1 died in road accident in Maldah
Published by: Paramita Paul
  • Posted:July 18, 2024 11:17 am
  • Updated:July 18, 2024 11:18 am  

বাবুল হক, মালদহ: ডাম্পার-লরির সংঘর্ষে লরি চালকের মৃত্যু। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোররাতে উত্তাল হয় মালদহের চাঁচল থানার সামসীর জিয়াগাছি এলাকা। এই ঘটনায় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে, এদিন ভোররাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ছাইবোঝাই একটি ডাম্পার। সেই ডাম্পারে হঠাৎ করেই ১৪ চাকার লরি সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় লরির চালকের মর্মান্তিক মৃত্যু হয়। খালাসি দীর্ঘক্ষণ গুরুতর আহত অবস্থায় লরিতেই আটকে থাকেন। পরে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘যা বলেছেন ধ্রুব সত্য’, ‘সব কা সাথ’ বাতিল ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত]

এই ঘটনায় উত্তেজিত জনতা চাঁচল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ অবরোধ তুলতে গেলে উন্মত্ত জনতার ক্ষোভের মুখে পড়ে। অবরোধকারীরা পুলিশের গায়ে লরির ছাই ছিটিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে সকাল-সকাল ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: পুলিশকে গুলি করে পগার পার, অবশেষে গ্রেপ্তার কুলতলির ‘এল চাপো’ সাদ্দাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement