প্রতীকী ছবি।
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মঙ্গলবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সম্প্রীতি উড়ালপুলে। বাইক ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। গুরুতর আহত এক নাবালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণ অভিজিৎ হালদার ও তার ভাই সৌভিক হালদার চেতলা থানা এলাকার বাসিন্দা। বাইক নিয়ে মহেশতলার নুঙ্গি এলাকায় তারা বাজি কিনতে গিয়েছিল। বাড়ি ফিরে আসার সময় মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। এক মালবাহী গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে যায় দুই ভাই।
গুরুতর আহত অবস্থায় তাদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। সৌভিককে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে। অন্যদিকে, মালবাহী গাড়িটির চালককে আটক করেছে পুলিশ। কালীপুজোর আগে এমন ঘটনায় শোকের ছায়া এলাকায়।
উৎসবের মরশুমে দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলেও। বুধবার সাতসকালে একটি গাড়ি এক ট্যাক্সিকে ধাক্কা মারে। গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় যানজট তৈরি হয় ব্যস্ত উড়ালপুলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.